Aishi Bhattacharya: প্রেম করছেন ‘শ্রীময়ী’-র মেয়ে দিঠি! ‘ইন্ডাস্ট্রির একজন এসেছে আমার জীবনে’, মুখ খুললেন অভিনেত্রী ঐশী
বেশ কিছুদিন হল টিভির পর্দা থেকে বিদায় নিয়েছে ধারাবাহিক ‘শ্রীময়ী’ (Sreemoyee)। তবে এখনও দর্শকদের মনে বিশেষ জায়গা নিয়ে আছে ‘শ্রীময়ী’ ধারাবাহিকের প্রতিটি চরিত্র। যেমন শ্রীময়ীর মেয়ে ‘দিঠি’। এই চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য (Aishi Bhattacharya)।
View this post on Instagram
টানা দুবছর চুটিয়ে কাজ করেছেন এই ধারাবাহিকে। কিন্তু এরপরের প্ল্যান কি? এক জনপ্রিয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের অনেক গোপন কথা ফাঁস করলেন অভিনেত্রী নিজেই।
View this post on Instagram
এই মুহূর্তে কি প্ল্যান? সেই সম্পর্কে অভিনেত্রী জানান – ‘ডানা’ নামের একটি ওয়েব সিরিজে তিনি কাজ করছেন। যার প্রথম সিডিউল শেষ হয়েছে। দ্বিতীয়টি খুব শীঘ্রই শুরু হবে। এমনকি ভালো কাজের জন্য অপেক্ষা করছেন বলেও জানান অভিনেত্রী। মনের মতো চরিত্র পেলে আবারও কাজ শুরু করবেন বলেই তাঁর বক্তব্য।
View this post on Instagram
তবে, ধারাবাহিক শেষ হওয়ার পরপরই বেশ কিছু কাজের অফারও ঐশী (Aishi Bhattacharya) পেয়েছেন। যদিও তা নিঃসংকোচে ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ কোনোটিই তাঁর মনের মতো চরিত্র নয়। ঐশী বলেন যে – তিনি আগামী ৫ বছর যে যে চরিত্রে কাজ করবেন বা যা সাফল্য পাবেন তাতে ‘দিঠি’ চরিত্রের অবদান থাকবে। আমার মধ্যে এখনও ‘দিঠি’-র ছাপ রয়েছে। তাই ওই চরিত্র থেকে নিজেকে দূরে রাখছি।
View this post on Instagram
খুব কম সময়ের মধ্যেই টেলিপাড়ার অন্দরে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী ঐশী ভট্টাচার্য (Aishi Bhattacharya)। এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁর জনপ্রিয়তা নেহাত কম নয়। ইন্সটাগ্রামে (Instagram) তাঁর অনুরাগীরা সংখ্যা প্রায় ৫০ হাজারের কাছাকাছি। এমনকি তাঁর নামে রয়েছে কিছু ফ্যান পেজও। এই সোশ্যাল মিডিয়া (Social Media) কি ইন্ডাস্ট্রির প্রতিযোগিতায় একজন অভিনেতাকে এগিয়ে রাখতে পারে? এই প্রশ্নের উত্তরে ঐশী খোলামেলা জানান যে – সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে একজন অভিনেতা মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারেন। উদাহরণস্বরূপ অভিনেত্রী বলেন যে – আগে একটি ধারাবাহিক শেষ হওয়ার পর অভিনেতাকে টিভির পর্দায় আর দেখা না গেলে মানুষ তাঁকে ভুলে যেতেন। কিন্তু এখন তা হয়না।
View this post on Instagram
তবে, ধারাবাহিক শেষ হলেও সহ অভিনেতাদের সঙ্গে বন্ধুত্ব কিন্তু একই ভাবেই বজায় রেখেছেন অভিনেত্রী। ঐশীর কথায় – তাঁরা একটা পরিবার ছিলেন। সবার কথাই অভিনেত্রীর মনে পড়ে। এর মধ্যেই রুশা ও উষসীর সঙ্গে আড্ডা দেওয়ার প্ল্যান হয়ে গিয়েছে ঐশীর। খুব তাড়াতাড়ি ইন্সটাগ্রামে (Instagram) একসঙ্গে তাঁদের আড্ডা দেওয়ার ছবি দেখা যাবে বলেও অভিনেত্রী জানান। তবে, এসবের মাঝেই ঐশীর মনে জায়গা করে নিয়েছেন একজন। কিন্তু কে তিনি? অভিনেত্রীর কথায় তিনি এই ইন্ডাস্ট্রিরই মানুষ। যদিও মনের মানুষ নিয়ে এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলতে রাজি নন অভিনেত্রী। কারন ঐশী বললেই নাকি সবাই বুঝে যাবেন।
View this post on Instagram
‘শ্রীময়ী’ শেষ হওয়ার পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটকের ছাত্রী তথা অভিনেত্রী ঐশ্ৰী (Aishi Bhattacharya) পছন্দের ছবি দেখেই সময় কাটাচ্ছেন। লাইট-ক্যামেরার জগৎ থেকে সাময়িক দূরে এভাবেই সময় কাটছে তাঁর। আর সেটা খুব ভালোভাবে এনজয়ও করছেন তিনি।