Entertainment

ফের মিথ্যের ঝুলি নিয়ে হাজির ময়ূরী, হাত ধরে টেনে বাড়ি থেকে বের করে দিলো নীল, প্রকাশ্যে দুর্ধর্ষ প্রমো

সময় যত এগোচ্ছে ততই জনপ্রিয়তা বাড়ছে জি বাংলার মেগা ‘ইচ্ছে পুতুলে’র (Icche Putul)। সোশ্যাল মিডিয়া হোক কিংবা বাঙালি দর্শকদের ড্রয়িং রুম, সর্বত্রই চর্চার কেন্দ্র বিন্দুতে রয়েছে এই ধারাবাহিক। আসলে দর্শকবৃন্দের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে মেঘের চরিত্রটি। শ্বশুরবাড়িতে অপমানিত হওয়ার পর যেভাবে তিনি নিজের মধ্যে পরিবর্তন এনেছেন সেটাই মন কেড়ে নিয়েছে দর্শকদের।

এই ধারাবাহিকের নিত্য দর্শকরা জানেন যে, গল্পের নায়িকা মেঘের সব থেকে বড় শত্রু তার নিজের দিদি ময়ূরী। বোনকে বিপদে ফেলতে সর্বদাই একের পর এক ফন্দি এঁটে চলেছেন তিনি। ইতিমধ্যেই বোনকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সে। আর তারপরেই নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন গল্পের নায়িকা মেঘ। এখন আর কারোর কথা মুখ বুজে সহ্য করে না সে। বরং সে শিখেছে অন্যায়ের প্রতিবাদ করতে।

অন্যদিকে নিজের জীবন বাঁচাতে নীলের কাছে সমস্ত সত্যি স্বীকার করে নিয়েছে ময়ূরী। তবে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর কি করে পরিস্থিতি স্বাভাবিক হবে সে নিয়েই চিন্তা করতে থাকেন তিনি। আর এসবের মাঝেই প্রকাশ্যে চলে এলো ধারাবাহিকের আগামী পর্ব। সেই পর্বে দেখা যাবে, শরীর সুস্থ হতেই গাঙ্গুলী পরিবারে এসে হাজির ময়ূরী। তাকে দেখে রেগে আগুন নীল।

হাত ধরে টেনে প্রাক্তন প্রেমিকাকে ঘর থেকে বের করে দিতে যাচ্ছিলেন গল্পের নায়ক। আর ঠিক সেই মুহূর্তেই সেখানে হাজির নীলের মা। ময়ূরীর পক্ষ নিয়ে সে বকাঝকা শুরু করে নিজের সন্তানকে। যদিও ময়ূরী বারে বারে বোঝাতে থাকেন, আমরা সকলেই একটা ট্র্যাপে জড়িয়ে পড়েছি। তবে সে কথায় কর্ণপাত করতে নারাজ নীল। কী হবে এবার? তবে কী ফের একবার গাঙ্গুলী পরিবারের মন জিতে নেবেন ময়ূরী? জানতে হলে অপেক্ষা করতে হবে ধারাবাহিকের আগামী পর্বের জন্য।