Entertainment

স্বামীর অবর্তমানে ভাইপোর সঙ্গে ঘনিষ্ঠ মহিলা, ভুলেও পরিবারের সামনে দেখবেন না এই ওয়েব সিরিজ

Matki Web Series: অ্যাডাল্ট সিরিজের ক্ষেত্রে বেশ কিছু অ্যাপ বিশেষ নাম করেছে। একের পর এক ঘাম ঝরানো সিরিজ কিন্তু প্রতিনিয়ত রিলিজ হচ্ছে। দর্শকরা নিজেদের স্বাদের মতো খুঁজে নিয়ে মজা উঠেচ্ছে। তবে এই দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছে উল্লু। কারণ তাদের অ্যাডাল্ট সিরিজ গুলি মানুষের সবথেকে পছন্দের। তার মধ্যেই আবারো নতুন একটি সিরিজ রীতিমতো ইন্টারনেট দুনিয়া কাঁপাচ্ছে। ট্রেলার থেকেই দেখা সম্ভব হচ্ছে যে ঠিক কতটা উষ্ণতা দায়ক ও ঘাম ঝরানো হতে চলেছে এই সিরিজ। তাই আপনাদের সেই বিশেষ সিরিজ সম্পর্কেই অজানা তথ্য দেবো।

Web Series: ‘মাটকি’ (Matki)

Web Series Streaming Channel : শুধুমাত্র উল্লুর (Ullu) পর্দায় দেখা যাবে।

Cast: সিরিজের মুখ্য চরিত্রে থাকবেন অ্যাডাল্ট ওয়েব সিরিজের পরিচিত মুখ প্রিয়া গামড়ে না (Priya Gamre)।

Web series Story: সিরিজে বিন্দু নামের একটি বিবাহিতা মহিলার গল্প দেখানো হয়েছে। যেখানে তার স্বামী বিন্দুর শারীরিক ইচ্ছা পূরণ করতে পারে না। শহরে কাজ করে তার স্বামী যার ফলে গ্রামের বাড়িতে বিন্দু দিনের পর দিন একা থাকে। একসময় তাদের বাড়িতে আসে তাদের ভাইপো। যে একসময় তার কাকিমার সাথেই সম্পর্ক তৈরী করতে চায়। তবে দুজনেই এক সময় প্রেমে পরে যায়। বিন্দুর স্বামী ফিরে আসলেও তার উপরে মন বসে না। কি হবে এই বেনামি সম্পর্কের। দেখুন মাটকি সিরিজের মধ্যে দিয়ে।

Release Date : গত ১৯ ই অগাস্ট ২০২২ সালে এই সিরিজটি রিলিজ করেছিল।

No of Episode : এই সিরিজে ২ টি এপিসোড দেখা যাবে।

Languages: উল্লু তাদের ওয়েব সিরিজ সবসময় হিন্দি সহ আরও ৬টি ভাষায় রিলিজ করেছে।

প্রিয়া গামরে কার্যত লজ্জার সব বাধ ভেঙে দিয়েছে। তার আগে অতি অবশ্যই উল্লু অ্যাপের সাবস্ক্রিপশন নিতে ভুলবেন না যেন। না হলে কিন্তু দেখতে পাবেন না।