×
Entertainment

Ankush-Oindrila: চুপিসারে বিয়ে সেরে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা! ছবি দেখে ‘থ’ নেটবাসী

তাহলে কি এসব কিছুই ছিল নাটক? বিয়ের সাজে ভাইরাল অঙ্কুশ-ঐন্দ্রিলার (Ankush-Oindrila) ছবি। দিন কয়েক ধরেই তাদের নিয়ে নেটমাধ্যমে চলছে তুমুল চর্চা। ঘটনার সূত্রপাত হয়েছে অঙ্কুশের হাত ধরে। দিন কয়েক আগে অঙ্কুশ তার ও ঐন্দ্রিলার একটি সাহসী মুহূর্তের ছবি পোস্ট করেছেন। যেখানে একে অপরকে ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে দেখা যাচ্ছে। এতদূর পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু অঙ্কুশের ক্যাপশন দ্বন্ধে ফেলেছে সকলকে।

Ankush-Oindrila: চুপিসারে বিয়ে সেরে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা! ছবি দেখে ‘থ' নেটবাসী -

যেখানে অভিনেতা লিখেছিলেন যে, ‛কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না’। এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কি হতে পারে? বাকিটা ব্যাক্তিগত’। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে তাদের বিচ্ছেদের গুঞ্জনে। এমনকি তাদের বিয়ে কবে হবে এই বিষয়টি নিয়ে শুধু নেটিজেনরা নয় সেলিব্রেটিরাও তাদের পিছনে পড়েছেন।

Ankush-Oindrila: চুপিসারে বিয়ে সেরে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা! ছবি দেখে ‘থ' নেটবাসী -

তবে, তারই মাঝে ভাইরাল হয়েছে অঙ্কুশ-ঐন্দ্রিলার একটি ছবি। যেখানে দুজনকে বর-কনের বেশে পাশাপাশি বসে ফোন ঘাটতে দেখা যাচ্ছে। ঐন্দ্রিলার পরণে রয়েছে লাল বেনারসি, ওড়না, নাকে নথ, কপালে কলকা সহ মাথায় মুকুট। আর ওদিকে অঙ্কুশের পরনেও রয়েছে ধুতি ও পাঞ্জাবি। তাহলে কি দুজনে এসব গুঞ্জনের মাঝেই চুপিসারে বিয়ের পিঁড়িতে বসে পড়লেন? এসব কিছুই কি ছিল তাদের ভনিতা?

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

আরে না মশাই তেমন কোনো ব্যাপার না। ছবিটি বেশ পুরোনো। মনে করা হচ্ছে সিনেমার শ্যুটিংয়ে বা বিজ্ঞাপনে গিয়ে এই রূপে ধরা দিয়েছেন তারা। তবে, এই সব জল্পনার অবসান আজ অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি হবে বলেই জানিয়েছেন অঙ্কুশ। তাহলে এখন শুধু অপেক্ষার পালা। অভিনেতা কি চমক আনতে চলেছেন তা জানতে আগ্রহী ভক্তরা।