EntertainmentVideoViral Video

লজ্জার সীমা ছাড়িয়ে মেয়ের বান্ধবীর সঙ্গে চরম ঘনিষ্ঠ এই ব্যক্তি, দরজা বন্ধ করে একা দেখুন ভিডিও

বর্তমানে সিনেমা হলের থেকে মানুষ বেশি ওটিটি (OTT) প্লাটফর্ম সময় কাটান। সেগুলি যদি আবার হয় অ্যাডাল্ট (Adult) কিংবা ঘাম ঝরানো তাহলে তো কথাই নেই। ঠিক তেমনই প্রচুর ইরোটিক ভিডিও দেখার অ্যাপ আছে। যেখানে আছে অ্যাডাল্ট ওয়েব সিরিজের ভান্ডার। উল্লুকে এইসব অ্যাপের রাজা বলা যায়। একের পর এক সিরিজ এসে দর্শকদের মন জয় করে নিয়েছে। এবার সেই এক সিরিজ রিলিজের আগেই কার্যত ছেয়ে উঠেছে সকলের মধ্যে। এবার সেই সিরিজ সম্পর্কেই আপনাদের জানাবো।

Web Series Name : মনমানিয়া (Manmaniyan)

Cast: মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আয়ুষী জাসওয়াল (Ayushi Jaiswal)

OTT – উল্লুর মাধ্যমে দেখা যাবে এই সিরিজ।

Release Date – ১ লা অগাস্ট অর্থাৎ আগামী পরশু এই সিরিজটি রিলিজ করবে।

Story: সিরিজের গল্প তৈরী হয়েছে এক ব্যক্তি ও তার মেয়ের বন্ধুকে নিয়ে। এখানে ৫০ বছরের এক বৃদ্ধ যে তার নিজের মেয়ের বান্ধবীর প্রেমে পড়ে। তার ২৫ বছরের বিবাহিত জীবনে তিনি একেবারেই সুখী নয়। তিনি এই জীবনেও আবারো যৌন সম্পর্ক চান। তিনি একজন অভিনেতা আর ওই মেয়ের বান্ধবী তার কাছে অভিনয় শিখতে আসে। কিন্তু অভিনয় শিখতে শিখতে কখন যে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তা তারা নিজেরাও বুঝতে পারেন না। জানাজানি হয় যার ফলে সেই ব্যক্তির মেয়ে ও স্ত্রীয়ের সাথে ঝগড়া হয়। কিন্তু তারপরে কি হবে তা দেখতে পাবেন এই সিরিজের মধ্যে দিয়ে।

Languages: হিন্দি সহ আরও চৌটি ভাষায় রিলিজ করবে এই সিরিজ।

তবে তার আগে আপনাকে উল্লুর সাবস্ক্রিপশন নিতে হবে। তার জন্য উপযুক্ত টাকা খরচ করতে হবে। তার পরেই আপনি নিজের ইচ্ছা মতো ওয়েব সিরিজ দেখতে পারবেন।