বিয়ের পর প্রথম একসাথে পুজো কাটালেন মানালী- অভিমন্যু, ভাইরাল পুজো অ্যালবাম
দু’বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে চলতি বছরে ১৫-ই আগস্ট রেজিস্ট্রি ম্যারেজ করেন “বৌ কথা কউ” এর আপনাদের পছন্দের দুষ্ট মিষ্টি অভিনেত্রী মানালী। টলিউডের স্ক্রিপ রাইটার অভিমন্যুর সাথেই সাত পাকে বাঁধা ও পড়েছেন মাস খানেক আগে।তবে লকডাউন থাকার জন্য একদম ঘরোয়া ভাবে বিয়ে করেন তিনি।
বিয়ের পর এই বছর দূর্গাপুজো ছিল অভিনেত্রী মানালী আর অভিমন্যুর প্রথম পুজো। তাই দুজনের কাছেই এবারের পূজো ছিল খুবই স্পেশাল। এবছর যেহেতু অভিনেত্রী মানালী নববধূ! তাই লাল সাজে নিজেকে সাজালেন অভিনেত্রী ।
মাথা ভর্তি সিঁদুর আর লাল টিপ, লাল শাড়ি আর লাল ব্লাউজে সাজলেন মিষ্টি দুষ্টু নায়িকা। হাতে শাখা পলা মাথায় সাদা ফুল আর খোপা আর গায়ে সোনার অলংকারে নিজেকে সজ্জিত হলেন। কখনো স্বামী অভিমন্যুর সাথে আবার কখনো শ্বশুর শ্বাশুড়ি আর আবার নিজের বাবার সাথে পোজ দিয়ে ছবি তুললেন নায়িকা।
পুজোর নানান মুহূর্তের এই ছবি গুলি নিজেই নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন আর ক্যাপশানে লিখলেন “ফ্যামিলি”। নিজের পরিবারকে যে বড্ডো ভালোবাসেন মানালী আর অভিমন্যু। পোস্টের সাথে সাথে সব ছবি এখন ভাইরাল নেটদুনিয়ায়।