
‛ওর জন্য যোগিতাই ঠিক ছিল, আর আমার জন্য চন্দ্রোদয়’। অতীতের জীবন নিয়ে খোলামেলা আড্ডায় অভিনেত্রী তথা জনপ্রিয় নৃত্যশিল্পী মমতা শঙ্কর (Mamata Shankar)। ৪৭ বছরের বিরতি! অবশেষে ‛প্রজাপতি’ (Prajapati) ছবি দিয়ে আবারও একসঙ্গে পর্দায় ফিরতে চলেছেন ‛মৃগয়া’ জুটি। প্রযোজক দেব (Dev) ও পরিচালক অভিজিৎ সেনের এই ছবির হাত ধরেই পুরোনো এক বন্ধুত্ব ফিরে এল সকলের মাঝে।
কিন্তু এতদিন কেন তাঁদের একসঙ্গে কাজ করতে দেখা যায়নি? এরপিছনে কি রয়েছে কোনো তিক্ত অভিজ্ঞতা? নাকি ভাঙা প্রেম? ‛মৃগয়া’ ছবির শ্যুটিংয়ের সময় মিঠুন ও মমতার বিয়ের তারিখ ঠিক হয়েছিল। সেকথা অনেকের কাছেই অজানা। কিন্তু তারপরেও মিঠুন নয় চন্দ্রোদয়ের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেন মমতা। কিন্তু কেন? এই বিষয়ে সম্প্রতি এক জনপ্রিয় সংবাদের তরফে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল।
মমতা জানান যে, ‛মিঠুনের সঙ্গে বিয়ে না হয়ে ভালোই হয়েছে। সবটাই ঈশ্বরের প্ল্যান’। অভিনেত্রীর কথায় ‛মিঠুনের সঙ্গে তার বিয়ে ভেঙেছে বলেই তিনি আরও বেশি করে চন্দ্রোদয়কে বুঝতে ও জানতে পেরেছেন। এমনকি মিঠুনের সঙ্গে তার বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি বলেও জানান। আমরা খুব ভালো বন্ধু। আমাদের বন্ধুত্বটা খুব ভালোভাবে রয়ে গেছে’।
অভিনেত্রী তথা নৃত্যশিল্পীর কথায় এটা একদম স্পষ্ট যে, মিঠুনের সঙ্গে বিয়ে করে তিনি আফসোস নয় বরং পরিতৃপ্ত বেশি। মমতাশঙ্করের কথায় মিঠুনের সঙ্গে তার বিয়ে হলে তার নিজের স্বপ্নগুলো বিসর্জন দিতে হতো। তিনি আরও বলেন যে, ‛মিঠুন খুবই ভালো। কিন্তু আমার নাচ, ছবি করা এগুলো বন্ধ হয়ে যেতো। ও সেটা পছন্দ করতো না। বাড়ির বউ ঘরে থাকবে। এই ধারনাতেই নাকি বিশ্বাসী মিঠুন’।
এমনাকি উদাহরণ টেনে অভিনেত্রী আরও বলেন যে, ‛যোগিতা বালিকেও কেরিয়ার বিসর্জন দিতে হয়েছে মিঠুনকে বিয়ে করার জন্য’। সবশেষে তার সংযোজন ‛ওর জন্য যোগিতাই ঠিক ছিল, আর আমার জন্য চন্দ্রোদয়’। বর্তমানে ফের ‛প্রজাপতি’-র কাজের সুবাদে আবারও একই ফ্রেমে ধরা দিয়েছেন একসময়ের এই জনপ্রিয় জুটি।