Dance Bangla Dance: শুভশ্রী ও মৌনীর সাথে অসাধারণ নেচে মঞ্চ মাতালেন মমতা শংকর, ভাইরাল ভিডিও

ডান্স বাংলা ডান্স-র মঞ্চে এবার হাজির মমতা শংকর (Mamata Sankar)। তার সঙ্গে নাচে মাতলেন বাকি অভিনেত্রীরা। গতকাল থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নাচের এই রিয়েলিটি শো। বলিউডের গানের সঙ্গে সনাতন নৃত্যের মিশলে অসাধারণ সব পারফরম্যান্স-য়ের সাক্ষী থাকছেন নেটিজেনরা। ধামাকাদার পারফরম্যান্স দিয়েই শুরু হয়েছে এই শো। আর এই মঞ্চেই এবার উপস্থিত হয়েছেন নৃত্যশিল্পী মমতা শংকর।
টেলিভিশনের পর্দায় চলা জনপ্রিয় রিয়েলিটি শো গুলির মধ্যে একটি হল ‛ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। প্রতিযোগীদের ধামাকাদার পারফরম্যান্স মুগ্ধ হন। মহাগুরুর আসনে থাকছেন মিঠুন চক্রবর্তী। ১০ বছর পর মিঠুনের আবারও এই মঞ্চে ফেরা আলাদা একটা উন্মাদনা তৈরি করেছে ভক্তদের মনে। প্রথম সিজেনে দেখা মিলেছিল মিঠুনের। তারপর থেকে তাকে আর দেখা যায়নি এই মঞ্চে। কিন্তু কেন দেখা যায়নি সেই নিয়ে অনেকের মনেই অনেক রকমের প্রশ্ন দেখা গিয়েছে।
তবে, সকলের মনের সব প্রশ্নের অবসান ঘটিয়ে তিনি আবারও ফিরে এসেছেন পুরোনো মঞ্চে। সম্প্রতি ডান্স বাংলা ডান্সেরই একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, প্রতিযোগীদের ধামাকাদার সব নাচ দেখে মুগ্ধ হচ্ছেন মমতা শঙ্কর। আর তারপরই শুভশ্রী, শ্রাবন্তী, মৌনী রায় সহ মমতা শঙ্কর মিলে একসঙ্গে নাচতে দেখা যায় স্টেজের মধ্যে। এমনকি সব শেষে স্টেজের মধ্যে মিঠুনকে গোলাপ দিতেও দেখা যায় মমতা শংকরকে।
View this post on Instagram
আগামীদিনে এই নাচের মঞ্চে যে আরও ধামাকাদার পারফরম্যান্স দেখা যাবে তা বলাই যায়। প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ৯ টায় জি বাংলার পর্দায় দেখা যাবে এই শো।