Entertainment

শিক্ষিকার বান্ধবীকে দেখে চরম উত্তেজিত যুবক, ভুল করেও বাচ্চাদের সামনে দেখবেন না এই ওয়েব সিরিজ

Mallika web series on ULLU: ইরোটিক সিরিজ মানেই প্রথম মাথায় আসে উল্লুর নাম। সেখানে উপস্থিত একাধিক নায়িকা হয়ে ওঠে রাতে একাকিত্ব কাটানোর সঙ্গী। বর্তমানে সিনেমা হল থেকে মানুষ বেশি ওটিটি (OTT) প্লাটফর্মে সময় কাটান। সেগুলি যদি আবার হয় অ্যাডাল্ট কিংবা ঘাম ঝরানো ওয়েব সিরিজ তাহলে তো কথাই নেই। ঠিক তেমনই উল্লু (Ullu) বর্তমানে অ্যাডাল্ট সিরিজের ভান্ডার। আর সেখানেই আজ এমন একটি সিরিজ নিয়ে আলোচনা করবো যা প্রতিবেদন পড়তে গিয়েও হয়তো আপনার ঘাম ঝরতে পারে।

Web series : মল্লিকা (Mallika)

Cast: নাগমা আখতার (Nagma Akhtar), সৌমিতা দাস (Soumita Das)

Platform: উল্লু

Web Series Story: গল্পটি বেশ সাহসী এবং যৌন কল্পনার উপর ভিত্তি করে তৈরি। এক ছাত্রকে নিয়ে গল্পটি তৈরী হয়েছে। যে তার শিক্ষিকার বান্ধবী মল্লিকাকে প্রথম দেখাতেই  ভালোবেসে ফেলে। সে তার সৌন্দর্য, হাসি ও শরীরের প্রতি দুর্বল হয়ে পরেছেন। একটি ফটো একে সে নিজের ভালোবাসা জানাতে যায়। এমনকি তিনি মল্লিকার সাথে দেখা করার আশায় শিক্ষিকার বাড়িতে বেশি করে যেতে শুরু করেন। একদিন সে তার ভালোবাসার কথা না বলেই তার ঘনিষ্ঠ বন্ধু হওয়ার পরিকল্পনা করে। তারা বন্ধু হয়ে গেলে শীঘ্রই জিনিসগুলি পরিবর্তন হতে শুরু করে। এখন সে তার প্রেমে পাগল এবং তাকে প্রস্তাব দেওয়ার জন্য রোমান্টিক পরিকল্পনা করে। কিন্তু মল্লিকার সাথে অন্য একজনের শারীরিক মিলন দেখে তার হৃদয় ভেঙে যায়। পরবর্তী কি হবে? তা জানতে উল্লু অ্যাপে এই ওয়েব সিরিজ দেখুন।

Episode: এই সিরিজে দুটি এপিসোড দেখা গেছে।

Languages: হিন্দি সহ মোট ৬ টি ভাষায় এই ওয়েব সিরিজ দেখা গেছে।