সহবাস না, অর্জুনের সাথে এবার ছাঁদনাতলায় যেতে প্রস্তুত মালাইকা! জানালেন নিজেই

শুধু ডেটিং নয়, অর্জুনের (Arjun Kapoor) সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতেও রাজি মালাইকা (Malaika Arora)। তাও প্ল্যান নয় হঠাৎ করেই। নিজে মুখেই তা জানালেন অভিনেত্রী। বলিউডের (Bollywood) ফ্যাশন সেনসেশন বলতে এককথায় যার নাম প্রথমেই উঠে আসে তিনি হলেন মালাইকা। ১৯৯৮ সালে আরবাজ খানের (Arbaaz Khan) সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন মালাইকা। একটা সময় তারা বলিউডের পাওয়ার কাপেল হিসেবে পরিচিত ছিল। কিন্তু বিয়ের ১৯ বছর পরেও তাদের সম্পর্কে ফাটল ধরে। অবশেষে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।
বর্তমানে সকলেই জানেন যে, মালাইকা ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন। তাদের সম্পর্ক নিয়ে বলিউডে (Bollywood) কম গুঞ্জন হয়না। যদিও তাতে কুচ পরোয়া নেই এই লাভ বার্ডসের। ২০১৯ সালে তারা সম্পর্কের স্বীকৃতি দেন। বর্তমানে তারা চুটিয়ে প্রেম করছেন। তবে, কি আদেও বিয়ের পথে হাঁটবেন এই প্রেমিক জুটি? নাকি সারাজীবন এভাবেই একে অপরের পাশে থেকে কাটিয়ে দেবেন। সেই বিষয় নিয়ে কম জলঘোলা কিন্তু হয়না।
তবে, এই বিষয়টি নিয়ে মালাইকা খোলামেলা জানিয়েছেন যে, ‛অবশ্যই আমরা বিয়ের জন্য প্রস্তুত। অনেকেই হয়তো ভাবেন মালাইকা হয়ত দ্বিতীয়বার বিয়ে করার মতো পাগলামো করবেন না। তবে এটা একেবারেই সত্যি নয়। কারণ আমি ভালোবাসা, সহচার্য এবং বিয়ে নামক প্রতিষ্ঠানে এখনও বিশ্বাস রাখি’। এমনকি এদিন অর্জুনের প্রশংসা করে মালাইকা বলেন যে, ‛আমার মনে হয় অর্জুন তাঁর বয়সের তুলনায় অনেক পরিণত। ওঁর মধ্যে একটা সুন্দর আত্মা রয়েছে। ও একই সঙ্গে স্বাধীনচেতা আবার সঙ্গীর প্রতি যত্নশীল। ওঁর মতো পুরুষ আজকাল খুব কমই খুঁজে পাওয়া যায়’।
তাহলে কবে বিয়ের পিঁড়িতে বসছেন এই প্রেমিক জুটি? এই বিষয়ে মালাইকা জানিয়েছেন যে, ‛এর উত্তর আমি এখনই দিতে পারব না, হয়ত হঠাৎ করেই একদিন করে ফেলব। কারণ, পরিকল্পনা করে কোনও কিছুই সম্ভব নয়। আমার মনে হয় বেশি পরিকল্পনা সব আনন্দকে মাটি করে দেয়’। এখন শুধু অপেক্ষার পালা কবে আইনি মতে চারহাত এক হয় এই জুটির। সেদিকেই তাকিয়ে ভক্তরা।