Entertainment

Malaika Arora: আমি সেক্স সিম্বল হিসেবে পরিচিত হতে চাই: মালাইকা আরোরা

Advertisement
Advertisements

বিবাহ বিচ্ছেদের পর প্রেম থেকে শুরু করে নিরাপত্তাহীনতা, সহ অভিভাবকত্ব ও বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে অকপট সাক্ষাৎকারে মালাইকা। বলিউডের (Bollywood) ফ্যাশন সেনসেশন বলতে এককথায় যার নাম প্রথমেই উঠে আসে তিনি হলেন মালাইকা(Malaika Arora)। সেভাবে ছবি না করলেও একাধিক হিট গানে তাঁকে দেখা গেছে। আর সেই দিয়েই মাতিয়ে রেখেছেন সকলকে। তাঁর ওয়ার্ক আউট থেকে শুরু করে র‌্যাম্প ওয়াক সবই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)

৪৯ বছর বয়সী মালাইকা (Malaika Arora) যতদিন যাচ্ছে ততই যেন আরও সুন্দরী হয়ে উঠছেন। তবে, এবারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা সাক্ষাৎকারে দেখা গেল মালাইকাকে। ১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন মালাইকা।একটা সময় তারা বলিউডের পাওয়ার কাপেল হিসেবে পরিচিত ছিল। কিন্তু বিয়ের ১৯ বছর পরেও তাদের সম্পর্কে ফাটল ধরে। অবশেষে ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়।

কিন্তু তাদের একটি পুত্র সন্তান রয়েছে। আর এই সন্তানের সব দায়িত্ব সবসময় তারা একসঙ্গে পালন করেন। আর সেই কারণে ভক্তদের কাছ থেকে ভুঁড়ি ভুঁড়ি প্রশংসা পান। তবে, এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন যে, ‛সহ-অভিভাবকত্ব কঠিন। সহ-অভিভাবকত্ব সবসময়ই কঠিন। বিশেষ করে যখন আপনি আপনার আলাদা পথে যান, সেখানে সবসময় এমন কিছু থাকে যা জীবনের সঙ্গে পুরোপুরি খাপ খায় না’।

 

View this post on Instagram

 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)


.
তবে, মালাইকা এক্ষেত্রে আরবাজের প্রশংসা করেন। বলেন যে, ‛সৌভাগ্যবশত, আরবাজ এবং আমি দু’জনেই আজও ভালো মানুষ। আমরা সহাবস্থান করতে পারি বলে আমরা গর্বিত , কোনও ভালোবাসা হারিয়ে যায়নি এবং আমাদের সন্তানকে তার প্রয়োজনীয় সমস্তটাই দিই। কারণ, সেটা ওর প্রাপ্য। আমরা একটি ইউনিট হিসেবে একসঙ্গে আছি। আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ’।

 

View this post on Instagram

 

A post shared by Malaika Arora (@malaikaaroraofficial)

এছাড়াও সেক্স সিম্বল হিসেবে মালাইকা বলেছেন যে, ‛আমি সেক্স সিম্বল বলা পছন্দ করি। সেক্স সিম্বল হতে আমার কোনও দ্বিধা নেই। আমি বরং প্লেইন জেন নামে পরিচিত হওয়ার চেয়ে সেক্স সিম্বল হিসাবে পরিচিত হতে চাই। আমি খুব খুশি এবং আমি সেই ট্যাগ পছন্দও করি’। এছাড়াও বলিউডে নিজের জায়গা নিয়ে মালাইকা বলেছেন যে, ‛একটি সুন্দর মুখ, একটি দুর্দান্ত শরীর, ভালো নাচেন, তাঁকে পর্দায় দুর্দান্ত দেখায়’। তবে, তিরিশ বছরের বেশি সময় ধরে প্রাসঙ্গিক থাকা সহজ নয়। সম্প্রতি সাক্ষাৎকারে মালাইকার জীবনের এসব কথাই উঠে এসেছে।