৪৯ বছরেও কমেনি যৌবন! ছোট পোশাকে পুরুষ ভক্তদের ঘুম কাড়লেন মালাইকা, ভাইরাল ছবি

৪৯ বছরে একমাত্র মালাইকা আরোরা (Malaika Arora) যৌবনের পূর্ণাঙ্গ স্বাদ উঠাতে পারেন। ২৫ বছরের যে কোনো যুবতীকে অনায়েসেই তিনি চিৎ করে দেবেন সৌন্দর্যে। এই বয়সেও তার ফিগার কিংবা ফ্যাশন সেন্স কোনো কিছুতেই খামতি নেই। ১০ বছরের ছোট অভিনেতা অর্জুন কাপুরের (Arjun Kapoor) সাথে চুটিয়ে প্রেম করেন কোনোরকমের রাখঢাক রাখেন না তিনি। আবারো বর্তমানে লাইম লাইটে আসার কারণ তার ‘ফ্যাশন ও বোল্ডনেস’।
যেমন সম্প্রতি তিনি ব্যাপক ভাইরাল (Viral) হয়েছেন পোশাক ও হটনেসের কারণে। এদিন তাঁকে মুম্বাইয়ের এক রেস্টুরেন্ট থেকে বেরোতে দেখা গেল যেখানে হলুদ রঙের ডিপ নেক শর্ট ড্রেস পরেছেন মালাইকা। শুধু তাই নয় ডিপ নেক হবার কারণে ক্লিভেজ তার সুস্পষ্ট। তার সাথেই সুঠাম উরু ফটোতে উষ্ণতা বাড়িয়েছে। এই পোশাকের সাথে মিলিয়েই তিনি সোনালী রঙের হাই হিলস পরেছেন।
চোখে মানানসয়ী রোদ চশমা (Sunglass), হাতে লাল রঙের ছোট হ্যান্ড ব্যাগ ও আধো করে বাঁধা খোঁপায় ঝড় তুলতে বাধ্য। পাপারাজ্জিদের (Paparazzi) ক্যামেরা কার্যত সবাইকে ছেঁকে ধরেছে। মালাইকা একা নন তার সাথেই দেখা গেছে তাঁর দীর্ঘদিন দিনের বন্ধু ড্যান্সর ও করিয়োগ্রাফার টেরেন্স লুইস (Terence Lewis)-কে। এই ফটোগুলি ইতি মধ্যেই বেজায় ভাইরাল হয়ে উঠেছে।
মালাইকার থেকে ১১ বছরের ছোট অভিনেতা অর্জুন কাপুরের সাথে সম্পর্কে আছেন এ কথা সবারই জানা। তাঁদের প্রেম নিয়ে কোনো রাখঢাক করেন না তিনি। ২০১৭ সালে আরবাজ খানের (Arbaz Khan) সাথে ডিভোর্স এর পর থেকেই সম্পর্ক গড়ে ওঠে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে তাদের চার হাত এক হতেও বেশি দেরি নেই।