পোশাকের ফাঁকে স্পষ্ট বক্ষভাজ ও নাভি, রেড হট লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন মালাইকা, দেখে হাঁ ভক্তরা

লাল রঙের গাউনে সোশ্যাল মিডিয়ায় (Social Media) উষ্ণতার পারদ চড়ালেন বলি অভিনেত্রী মালাইকা আরোরা (Malaika Arora)। বলিউডের (Bollywood) ফ্যাশন সেনসেশন বলতে এককথায় তাঁর নাম প্রথমেই উঠে আসে। সেভাবে ছবি না করলেও একাধিক হিট গানে তাঁকে দেখা গেছে। আর সেই দিয়েই মাতিয়ে রেখেছেন সকলকে। তাঁর ওয়ার্ক আউট থেকে শুরু করে র্যাম্প ওয়াক সবই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
View this post on Instagram
৪৯ বছর বয়সী মালাইকা (Malaika Arora) যতদিন যাচ্ছে ততই যেন আরও সুন্দরী হয়ে উঠছেন। মাঝে মধ্যেই তার ছবি হোক বা ভিডিও (Video) ভাইরাল (Viral) হয় নেটমাধ্যমে। এমনকি নিজেকে কিভাবে লাইম লাইটের আলোয় রাখতে হয় তা ভালোভাবেই জানেন এই অভিনেত্রী। ২০১৬ সালে আরবাজ খানের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে।
View this post on Instagram
যদিও বর্তমানে অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে তার সম্পর্কের কথা কারোর অজানা নয়। সম্প্রতি অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শেয়ার করেছেন বেশ কয়েকটি ছবি। যেখানে তাকে একেবারে হটেস্ট লুকে দেখা যাচ্ছে। আসলে শনিবার রাতে মুম্বইয়ের একটি ইভেন্টে হাজির হয়েছিলেন অভিনেত্রী। আর সেখানেই ধরা দিয়েছিলেন এই লুকে। তার পরণে ছিল লাল রঙের গাউন। যার নেকলাইন ক্রিস ক্রস আঁকা। পোশাকের মধ্যে থেকে স্পষ্ট সুডৌল স্তন।
View this post on Instagram
এমনকি পোশাকের মধ্যে থেকে সুপষ্ট নাভি। টেনে বাঁধা চুল। মানানসই মেকআপে নিজেকে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী। একেরপর এক পোজে তিনি ধরা দিয়েছেন। ছবি শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন ‛অর্জুন ভাই খুব লাকি’। আবার কেউ লিখেছেন ‛উফফ আগুন’। আবার কেউ হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্টবক্স। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) মালাইকার (Malaika Arora) এই ছবি।