×
EntertainmentViral Video

প্রভু দেবার সাথে ধুতি পরে তুমুল নাচ করলেন ধোনি, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটার তথা ক্যাপ্টেন যদি কেউ থেকে থাকে তাহলে সেটি হল মহেন্দ্র সিং ধোনি। তাঁর ক্রিকেট প্রতিভার কথা জানেন না এমন কেউ ভারত তথা বিশ্বে নেই। রাঁচির এক অল্প পরিচিত অঞ্চলের ছেলে যে ভবিষ্যতে ভারতের মুখ উজ্জ্বল করবে সেটা অনেকেই হয়তো কল্পনা করতে পারেননি।

তেমনই বলিউডের একজন অন্যতম অভিনেতা তথা নৃত্যশিল্পী হিসেবে প্রভুদেবাকে কেই না চেনে। অভিনয় ও নাচের পাশাপাশি তিনি একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক তথা নৃত্য পরিচালকও বটে। তার গুণের শেষ নেই। তাঁর ২৫ বছরের কর্মজীবনে তিনি নৃত্য শিল্পের জন্য ব্যাপক পরিচিতি পেয়েছেন। এছাড়াও তিনি নৃত্য পরিচালকের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

ADVERTISEMENT

এবার এই দুজন গুনবান মানুষকে দেখা গেল একই সঙ্গে। ভাবছেন তো ক্রিকেট আর অভিনয় মিললো কিভাবে? তাহলে শুনুন TVS এর একটি বাইক এর এড এ দুজনকে একসঙ্গে দেখা গেছে। ২০১৬ সালের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রভুদেবা ধোনিকে নাচ শেখাচ্ছেন এমনকি দেখছেন কিভাবে ধুতি পরে বাইকে উঠতে হয়। আর ওই এড শুটেই দুজনকেই একইসঙ্গে একই ফ্রেমে দেখেছিল দর্শকরা।

ADVERTISEMENT

Related Articles