Madhuri Dixit: বয়স ৫৬ হলেও শরীর থেকে চুঁইয়ে পড়ছে গ্ল্যামার, লাল শাড়িতে মাধুরীকে দেখে ঘায়েল ভক্তরা

পরণে লাল রঙের ডিজাইনার শাড়ি। সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ ও মানানসই জুয়েলারি। ধক ধক গার্লের সৌন্দর্য্য ফের একবার কুপোকাত ভক্তরা। কার কথা বলছি বলুন তো দেখি? তিনি হলেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) কিছুদিন আগেই ৫৬ বছরে পা রেখেছেন অভিনেত্রী। কিন্তু আজও নিজেকে যেভাবে মেইনটেইন করে রেখেছেন তা সত্যিই প্রশংসনীয়। ১৯৮৪ সালে ‛অবোধ’ সিনেমা দিয়ে প্রথম বলিউড (Bollywood) সিনেমায় পা রাখেন।
View this post on Instagram
যদিও ছবিটি তেমন একটা সাফল্য পায়নি। এরপর ১৯৮৮ সালে ‛তেজাব’ সিনেমা মাধুরীকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। আর সেই বছর মুক্তি পায় মাধুরীর (Madhuri Dixit) জীবনের চর্চিত সিনেমা ‛দয়াবান’ (Dayavan)। এরপর ‛দিল’, ‛খলনায়ক’, ‛সাজন’, ‛বেটা’, ‛হাম আপকে হ্যায় কৌন’ এবং ‛দিল তো পাগল হ্যায়’-এর মতো একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন।
বলতে গেলে মাধুরী (Madhuri Dixit) দীক্ষিত (Madhuri Dixit) তার চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে ৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রতিটি ছবিতেই তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছেন। কিছু ছবিতে মাধুরীকে রোম্যান্টিক চরিত্রে দেখা গেছে। কিছু ছবিতে তাকে নেগেটিভ চরিত্রে দেখা গেছে। তবে, বর্তমানে তাকে আর সিনেমার পর্দায় দেখা না গেলেও মাঝেমধ্যেই রিয়েলিটি শোয়ের মঞ্চে তার উপস্থিতি নজর কাড়ে সকলের।
View this post on Instagram
পাশাপাশি নিত্যনতুন ফটোশুটেও ঝড় তোলেন অভিনেত্রী। বেশিরভাগ সময় শাড়িতেই দেখা মেলে তার। সম্প্রতি আবারও একবার শাড়িতেই ঝড় তুললেন নায়িকা। এদিন সেলিব্রেটি ডিজাইনার অর্পিতা মেহতার ডিজাইন করা শাড়িতে নিজেকে মেলে ধরেছিলেন মাধুরী (Madhuri Dixit)। লাল রঙের সৃফনের শাড়িতে গোল্ডেন রঙের এমবোডারির কাজ করা ছিল। সঙ্গে পড়েছিলেন ভি নেকের ভারী গোল্ডেন কাজ করা স্লিভলেস হাতার ব্লাউজ।
View this post on Instagram
সঙ্গে ছিল মানানসই জুয়েলারি। খোলা চুলে বঙ্গ তনয়ার এই রূপ দেখে কুপোকাত হয়েছেন ভক্তরা। একজন লিখেছেন ‛আপনি সত্যিই সুন্দর’। আবার কেউ লিখেছেন ‛আসল ডিভা এবং লাস্ট ফিমেল সুপারস্টার’। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) মাধুরীর (Madhuri Dixit) এই নয়া লুক।