Entertainment

বিনোদ খান্নার সঙ্গে চরম ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়! ‘আমার না বলা উচিত ছিল কিন্তু…’, আজও অনুতপ্ত মাধুরী

Advertisement
Advertisements

আজ ১৫ মে। বলিউডের (Bollywood) জনপ্রিয় অভিনেত্রী তথা ‛ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) জন্মদিন। আজ তার ৫৬ তম জন্মদিন। কিন্তু তাকে দেখলে তা বোঝার উপায় নেই। তিনি আজও নিজেকে যেভাবে মেইনটেইন করে রেখেছেন তা সত্যিই প্রশংসনীয়। ১৯৮৪ সালে ‛অবোধ’ সিনেমা দিয়ে প্রথম বলিউড (Bollywood) সিনেমায় পা রাখেন। যদিও ছবিটি তেমন একটা সাফল্য পায়নি। এরপর ১৯৮৮ সালে ‛তেজাব’ সিনেমা মাধুরীকে রাতারাতি তারকা বানিয়ে দেয়। আর সেই বছর মুক্তি পায় মাধুরীর জীবনের চর্চিত সিনেমা ‛দয়াবান’ (Dayavan)।

বিনোদ খান্নার সঙ্গে চরম ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়! ‘আমার না বলা উচিত ছিল কিন্তু…', আজও অনুতপ্ত মাধুরী

এরপর ‛দিল’, ‛খলনায়ক’, ‛সাজন’, ‛বেটা’, ‛হাম আপকে হ্যায় কৌন’ এবং ‛দিল তো পাগল হ্যায়’-এর মতো একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন। বলতে গেলে মাধুরী দীক্ষিত (Madhuri Dixit) তার চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে ৭০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রতিটি ছবিতেই তিনি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দিয়েছেন। কিছু ছবিতে মাধুরীকে রোম্যান্টিক চরিত্রে দেখা গেছে। কিছু ছবিতে তাকে নেগেটিভ চরিত্রে দেখা গেছে।

কিন্তু মাধুরীর জীবনে ‛দয়াবান’ এমন একটি ছবি সেটির জন্য আজও তিনি চর্চিত হন। ছবিতে একটি কিসিং সিন রয়েছে। যার কারণে তিনি মাঝেমধ্যেই সংবাদের শিরোনামে উঠে আসেন। সিনেমায় মাধুরীকে (Madhuri Dixit) বিনোদ খান্নার (Vinod Khanna) সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা গিয়েছে। আর সেই নিয়েই ১৯৯৩ সালে এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মাধুরী বলেছিলেন যে, পিছনে ফিরে তাকালে তার মনে হয় সেইসময় তার এমন একটি দৃশ্যের জন্য না বলা উচিত ছিল।

বিনোদ খান্নার সঙ্গে চরম ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়! ‘আমার না বলা উচিত ছিল কিন্তু…', আজও অনুতপ্ত মাধুরী

কিন্তু কেন বলতে পারেননি সেই নিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন যে, আমি খানিকটা ভয় পেয়ে গিয়েছিলাম। কেননা আমি একজন অভিনেত্রী। পরিচালক এই দৃশ্যটি অনেক ভাবনা চিন্তা করে গড়ে তুলেছেন। আর এই অবস্থায় দৃশ্যটি না করলে ছবিতে প্রভাব পড়তে পারে। এমনকি তিনি আরও বলেছেন যে, তিনি যেহেতু চলচ্চিত্র পরিবারের সন্তান ছিলেন না তাই সে ব্যাপারে তার কোনো ধারণা ছিল না।

যদিও পরবর্তীকালে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, তিনি আর কোনো চুমুর দৃশ্যে অভিনয় করবেন না। আর সেইমতন তাকে পরবর্তীকালে কোনো চুমুর দৃশ্যে অভিনয় করতেও দেখা যায়নি। তবে, অতীতের সেই ঘটনা নিয়ে তিনি আজও অনুশোচনা করেন।