ভেজা শরীরে উষ্ণতা ছড়াচ্ছেন নায়িকা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিষ্টি মেয়ে চিনি
ছোট পর্দার রাজ ছেড়ে ইনি এখন বড়ো পর্দায় রাজত্ব করছেন। কেয়ার করি না সিরিয়াল দিয়ে ক্যারিয়ার শুরু করে বোঝেনা সে বোঝেনা সিরিয়ালের মাধ্যমে হয়েছিলেন বিশেষ জনপ্রিয়। এরপর আর ঘুরে তাকাতে হয়নি নায়িকাকে। পর পর অনেক সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে নায়িকাকে।
পাখি নামেই বেশি পরিচিত গ্রাম বাংলার মানুষের কাছে তিনি। বোঝেনা সে বোঝেনা সিরিয়ালে এই পাখির বিপরীতে অভিনয় করেছিলেন যশ যার চরিত্রের নাম ছিল অরণ্য। এই সিরিয়ালের পরই অরণ্যকে দেখা যায় বড়ো পর্দায় নায়কের ভূমিকায়। বোঝেনা সে বোঝেনা সিরিয়ালের পাখি এবং অরণ্য দুজনেই তখন দর্শকের মন জয় করে নিয়েছিলেন। বেস্ট জুড়ি হয়ে উঠেছিলেন তাঁরা।
অরণ্যের মতো পাখিকেও বড়ো পর্দায় দেখার প্রতীক্ষায় ছিলেন তাঁদের ভক্তরা। তাঁদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে লাভ আজ কাল পরশু মুভি দিয়ে বড়ো পর্দায় রাজ করতে নেমে পরলেন অভিনেত্রী মধুমিতা সরকার। এরপর একে একে মডেলিং এর অফার আসতে থাকে তাঁর কাছে। জনপ্রিয়তা বৃদ্ধি পায় আরও।
এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১ মিলিয়ন। অভিনেত্রী নিয়মিতভাবে আপডেট দিতে থাকেন সোশ্যাল মিডিয়ায়। বলতে পারেন তাঁর ভক্তরা প্রতীক্ষায় থাকেন তাঁর আপডেটের। নায়িকার পোস্ট করা প্রতিটি ছবিই হয় ভাইরাল। ভরে যায় কমেন্ট বক্স ছবি পোস্ট করার কিছুক্ষনের মধ্যেই।
প্রসঙ্গত নায়িকার একটি মুভির ট্রেইলার লঞ্চ হয়েছে। সূত্রের খবর মিষ্টি পাখির দেখা মিলবে চিনি মেয়ের ভুমিকায়। বাঙালির মা মেয়ের যে মিষ্টি সম্পর্ক তার দেখা মিলবে এই সিনেমায়। অভিনেত্রী মধুমিতা সরকারকেও দেখা যাবে একদম অন্যরকম চরিত্রে। তারই আপডেট ক্রমশ দিয়ে চলেছেন নায়িকা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাঁর পোস্ট থেকে জানা গেছে ছবিটি কলকাতার হায়াত রেজেন্সি হোটেলের সুইমিং পুলে তোলা। সুইমিং পুলে ভেজা চুল, ভেজা পোশাকে উষ্ণতা ছড়াচ্ছেন নায়িকা। ফিনফিনে সাদা শার্ট ভিজে গিয়ে দেখা যাচ্ছে অভিনেত্রীর জলে ভেজা শরীর। তাঁর এই ছবিতে প্রায় পাগল তাঁর ভক্তরা। অভিনেত্রী প্রশংসা কুরোচ্ছেন কত শত।