Entertainment

Madhumita Sarcar: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, চলছে স্যালাইন! হঠাৎ কি হল মধুমিতার

Advertisement
Advertisements

চোখে হাই পাওয়ারের চশমা। হাতে ড্রিপ। হাসপাতালের বেডে শুয়ে ক্যামেরাবন্দী মধুমিতা (Madhumita Sarcar)! ছবি দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। কিন্তু কি হয়েছে তার? কেনই বা তিনি হাসপাতালে ভর্তি! এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে। সোমবার নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে এমন একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। আর তারপর থেকেই ভক্তদের মধ্যে একটা উত্তেজনা শুরু। তবে, তার কি হয়েছিল সেটা নিজের মুখেই জানালেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

এদিন ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করা ছবি দিয়ে মধুমিতা (Madhumita Sarcar) ক্যাপশনে লিখেছেন যে, ‛মারাত্মক কিছু হয়েছিল। তবে এখন সেরে উঠেছি। আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ’। সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন যে, অ্যাপেন্ডিক্সে অপারেশন হয়েছে। দিনকয়েক ধরেই পেটে ব্যাথা হচ্ছিল। কিন্তু সেই নিয়েও শ্যুটিং চলছিল। এরপর ডাক্তারের কাছে গেলে অ্যাপেন্ডিক্স ধরা পড়ে।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

মধুমিতা (Madhumita Sarcar) আরও বলেছেন যে, ‛রক্তে সংক্রমণ বেড়ে গিয়েছিল। কিন্তু অপারেশন হয়ে গিয়েছে। ঈশ্বরের আশীর্বাদে এখন ভালো আছি’। আপাতত হাসপাতালেই থাকতে হবে মধুমিতাকে। তারপর ফিরবেন শ্যুটিং-এ। আপাতত ‛চিনি ২’ (Chini 2) ছবির শ্যুটিংয়ে ব্যস্ত মধুমিতা। এক মিষ্টি বন্ধুত্বের গল্প উঠে আসবে এই সিনেমার হাত ধরে। ছবির পরিচালক মৈনাক জানিয়েছেন যে, অপরাজিতা আঢ্যর (Aparajita Adhya) অসুখী দাম্পত্য দেখানো হবে এই সিনেমায়।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

আর তারমধ্যে থাকবে দুই নারীর বন্ধুত্বের কাহিনী। আর সেই থেকেই কিভাবে তাদের জীবন বদলাবে সেটাই উঠে আসবে সিনেমায়। অসুখী দাম্পত্যের জেরে অপরাজিতা (Aparajita Adhya) স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসে। আর সেখানেই মেসভাড়া করে থাকে একটি মেয়ে। সেই মেয়েটিই হল মধুমিতা। এই সিনেমায় অপরাজিতার স্বামীর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে (Anirban Chakraborty)।