Madhumita Sarcar: ডিপনেক ব্লাউজে উন্মুক্ত ক্লিভেজ, সুপার হট লুকে সেক্সি ফিগারে নেটদুনিয়ায় উষ্ণতা বাড়ালেন মধুমিতা

পরণে ঘন নীল শাড়ি, সঙ্গে ম্যাচিং ব্লাউজ। পোশাকের মধ্যে থেকে যেন ঠিকরে বেরোচ্ছে বক্ষ যুগল! সেক্সী অবতারে ফের একবার ফটোশ্যুটে ধরা দিলেন পর্দার চিনি (Chini) ওরফে মধুমিতা (Madhumita Sarcar)। ভালোবাসা, বিয়ে, বিবাহ-বিচ্ছেদ সব নিয়েই সবসময় তিনি সংবাদের শিরোনামে থাকেন। এমনকি বর্তমানে বিএমডব্লিউ গাড়ি কেনার পর থেকে তাকে নিয়ে চলছে কটাক্ষের বন্যা। যদিও তাতে মধুমিতার কিছু যায় আসে না। বরং তিনি নিজের মতো জীবন কাটান।
View this post on Instagram
বাংলা টেলিভিশন (Television) দিয়েই প্রথম অভিনয় জগতে তার হাতেখড়ি হয়েছিল। একাধিক ধারাবাহিকে অভিনয় করলেও ‛বোঝে না সে বোঝে না’ (Bojhe Na Se Bojhe Na) ধারাবাহিকে পাখি (Pakhi) নামের একটি চরিত্রে পান তুমুল জনপ্রিয়তা। আর তারপরই পা রাখেন বড় পর্দায়। যদিও আগের মধুমিতা আর এখনকার মধুমিতার মধ্যে আকাশ-পাতাল তফাৎ। আগের চেয়ে অনেকটাই বেশি সুন্দরী হয়ে উঠেছেন অভিনেত্রী। গরমের কাঠফাটা রৌদ্রে যখন স্বস্তি খুঁজছেন মানুষজন তখন মধুমিতার এই আবেদনময়ী লুক আরও খানিকটা উষ্ণতা বাড়িয়েছে ভক্তদের মনে।
View this post on Instagram
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ মধুমিতা (Madhumita Sarcar)। মাঝেমধ্যেই নিত্যনতুন ফটোশ্যুটে ঝড় তোলেন ভক্তদের হৃদয়ে। সম্প্রতি ‛Bangla Swag’ নামের একটি ইনস্টাগ্রাম (Instagram) পেজ থেকে মধুমিতার একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাকে শাড়ি পড়া অবস্থাতেই দেখা যাচ্ছে একেবারে হট লুকে। গাঢ় নীল রঙের শাড়িতে একেবারে মোহময়ী লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। পোশাকের মধ্যে থেকে স্পষ্ট বক্ষবিভাজিকা। গলায় ভারী জাঙ্ক জুয়েলারি।
View this post on Instagram
সঙ্গে কপালে পড়েছেন নীল রঙের টিপ, হাতে চুড়ি। আর চোখে হালকা করে দেওয়া কাজল তার সৌন্দর্য্যকে যেন দ্বিগুন বাড়িয়ে তুলেছে। আর ছবি দেখা মাত্রই প্রশংসার বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা। টেলিভশনের পর্দায় চুটিয়ে কাজ করার পর এখন বড় পর্দায় একের পর সিনেমায় অভিনয় করে মনজয় করে নিয়েছেন ভক্তদের। এমনকি ওটিটি (OTT) প্ল্যাটফর্মেও তার অবাধ বিচরণ। এসবের মাঝেই কখনও কখনও নিত্য নতুন ছবি ও ভিডিও (Video) দিয়ে নজর কাড়েন নেটিজেনদের। সম্প্রতি মধুমিতার (Madhumita Sarcar) এই ছবি ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।