Madhumita Sarcar: ডিপনেক হট পিংক পোশাকে পুরুষদের বুকের ধুকপুকানি বাড়ালেন মধুমিতা

পরণে হট পিঙ্ক রঙের মনোক্রম্যাটিক কো-অর্ড সেট। আর তারই মাঝে উঁকি দিচ্ছে বক্ষখাঁজ! ফের একবার মধুমিতার লাস্যময়ী অবতারে কুপোকাত হলেন ভক্তরা। এই মুহূর্তে দাঁড়িয়ে টলিপাড়ার প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। টেলিভিশনের (Television) পর্দায় চুটিয়ে কাজ করার পর এখন বড় পর্দায় একেরপর এক সিনেমায় অভিনয় করে মনজয় করে নিয়েছেন ভক্তদের।
View this post on Instagram
এমনকি ওটিটি প্ল্যাটফর্মেও তার অবাধ বিচরণ। অর্জুন চক্রবর্তীর (Arjun Chakraborty) বিপরীতে ‛লাভ আজ কাল পরশু’ (Love Aj Kal Porsu) ছবি দিয়ে পা রেখেছিলেন বড়পর্দায়। আবার কখনও ফটোশ্যুট বা কখনও ব্র্যান্ড প্রমোশনে তার ডাক পরে সবার আগে। একসময় স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‛বোঝেনা সে বোঝেনা’ (Bojhena Se Bojhena) ধারাবাহিকে পাখি (Pakhi) নামের একটি চরিত্র করে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। এরপর আর ফিরে তাকাতে হয়নি।
View this post on Instagram
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও (Social Media) বেশ এক্টিভ মধুমিতা। মাঝে মধ্যেই নিজের হট ও সেক্সী ফিগারে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ান। এমনকি তাঁর রূপের প্রশংসায় পঞ্চমুখ বলি অভিনেতারাও। মধুমিতা এতটাই বোল্ড যে তাঁর প্রেমে পড়তে বাধ্য পুরুষরা। তাঁর সাহসী ফটোশ্যুট রীতিমতো বলি অভিনেত্রীদের টেক্কা দেয় বৈকি। কাজে বেজায় ব্যস্ত এই অভিনেত্রী মাঝেমধ্যেই ছুটি পেলে বেরিয়েও যান ঘুরতে।
View this post on Instagram
তবে, সম্প্রতি ফের একবার ভাইরাল হল মধুমিতার (Madhumita Sarcar) কিলার লুক। এদিন হট পিঙ্ক রঙের মনোক্রম্যাটিক কো-অর্ড সেটে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। খোলা চুলে ন্যুড মেকআপে ধরা দিয়েছিলেন নায়িকা। এই কো-অর্ড সেটে একটি ফ্লেয়ারড প্যান্ট যোগ করা হয়েছিল। ডিপ প্ল্যাংগিং নেকলাইন দেওয়া এই ফুল স্লিভ ব্লেজারে ছিল টাইআপ ডিটলিং। সবমিলিয়ে মধুমিতার লুক ছিল অনবদ্য। সম্প্রতি অভিনেত্রীর এই হট লুকের ছবি ঝড়ের বেগে ভাইরাল (Viral) হয়েছে।