Madhumita Sarcar: থাইতে স্পষ্ট ট্যাটু, ফের বোল্ড লুকে পুরুষদের মনে ঝড় তুললেন ‘হট বম্ব’ মধুমিতা

পরণে কালো রঙের থাইস্লিট গাউন। পোশাকের মধ্যে দিয়ে স্পষ্ট ট্যাটু। ফের একবার হট লুকে নেটিজেনদের নজর কাড়লেন অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। পর্দার ‛চিনি’ যে বাস্তবে কতটা হট তা আশাকরি কারোরই অজানা নয়। আর সেই হট লুক দিয়েই মাঝে মধ্যে কুপোকাত করেন তার পুরুষ ভক্তদের। তিনি হলেন পুরুষদের স্বপ্ন সুন্দরী।
View this post on Instagram
কিন্তু অত সহজে কি আর স্বপ্নের সুন্দরীকে ছোঁয়া যায়? আর তাইতো ছবিতে দেখেই মনের ইচ্ছে মেটাতে হয় বৈকি। সম্প্রতি মধুমিতা নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলেই শেয়ার করেছেন বেশ কয়েকটি ছবি। প্রতিটি ছবিতেই মধুমিতার বোল্ড লুক ধরা পড়েছে। তার পরনে রয়েছে কালো রঙের থাই স্লিট সিকোয়েন্সের ওয়েস্টার্ন ড্রেস। চোখে হালকা করে কাজলের ছোঁয়া।
View this post on Instagram
থাইতে সুস্পষ্ট ট্যাটু। খোলা চুলে একেরপর এক উষ্ণ চাউনিতে নিজেকে মেলে ধরেছেন পর্দার পাখি। ছবি শেয়ার করতেই একেরপর এক কমেন্টের বন্যায় ভরে গিয়েছে মধুমিতার কমেন্ট সেকশন। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা টেলিভিশন তথা চলচ্চিত্র জগতের জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী হলেন মধুমিতা সরকার। ২০১১ সালে ‛সবিনয় নিবেদন’ ধারাবাহিক দিয়ে পা রেখেছিলেন টিভির পর্দায়।
View this post on Instagram
এরপর ধীরে ধীরে একের পর এক ধারাবাহিকে কাজ করেছেন। বিশেষ করে ‛বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে ‛পাখি’ নামের একটি চরিত্র তাকে তুমুল জনপ্রিয়তা দিয়েছিল। এরপর অর্জুন চক্রবর্তীর (Arjun Chakraborty) বিপরীতে ‛লাভ আজ কাল পরশু’ ছবি দিয়ে পা রাখেন বড়পর্দায়। আগামী দিনে দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও পা রাখতে দেখা যাবে মধুমিতাকে।