উন্মুক্ত উরুতে জ্বলজ্বল করছে ট্যাটু, হট লুকে নেটদুনিয়া কাঁপাচ্ছেন অভিনেত্রী মধুমিতা
সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ডিং-এ রয়েছেন এই অভিনেত্রী। হঠাৎ করেই যেন ভাগ্যের চাকা ঘুরে গেছে। সবসময় কপাল সাথ দিচ্ছে তাঁর। যায় শেয়ার করেন তাই হয় ভাইরাল। ভাইরাল কুইনও বলতে পারেন তাঁকে। ছোট পর্দা থেকে হঠাৎ বড়ো পর্দায় রাজত্ব বসিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।
তাঁর একের এক বোল্ড ফটো ক্রমাগতভাবে আগুন জ্বালিয়েছে নেটিজেনদের মনে। ‘কেয়ার করি না’, ‘বোঝে না সে বোঝেনা’-র মতো ধারাবাহিকে মিষ্টি নায়িকার ভূমিকায় অভিনয় করার পর যদিও তাঁকে এই বোল্ড লুকে প্রথমটাই মেনে নিতে পারেনি তাঁর অনেক অনুগামী। সেই দুষ্টু মিষ্টি পাখির চরিত্রে দেখতেই বেশি পছন্দ করেন তাঁর ভক্তরা।
তবে দর্শক চাহিদা বুঝে এবং বড়ো পর্দায় নিজের জায়গা করে নিতে নিজেকে সময়সাপেক্ষ ভাবে সাজিয়ে তুলেছেন তিনি। আজ হলে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন ছবি। ছবির নাম মিষ্টি মা চিনি মেয়ে। এই সিনেমাতে চিনি মেয়ের চরিত্রে অভিনয় করছেন মধুমিতা সরকার এবং মিষ্টি মায়ের চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। তাছাড়া রয়েছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়ও এক বিশেষ চরিত্রে।
প্রতিনিয়ত মধুমিতার ছবি তো ভাইরাল হয়েই থাকে। এইবার আবারও হট অবতারে অনুরাগীদের মনে উষ্ণতা বাড়ালেন নায়িকা। ভাইলার ছবিটিতে ডেনিম স্ক্র্যাচ হট প্যান্টের সাথে সাদা রঙের শর্ট টপ পরে রয়েছেন নায়িকা। আর উন্মুক্ত উরুতে জ্বলজ্বল করছে ট্যাটু। ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল এই ছবি।