×
Entertainment

খোলামেলা পোশাকে নেটদুনিয়ায় ঝড় তুললেন ‘হট বম্ব’ মধুমিতা

ফের হট অবতারে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন সকলের প্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarcar)। সম্প্রতি মধুমিতা নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে দুটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁর পরণে রয়েছে সাদা রঙের নুডলস টপ সঙ্গে জিন্স। জানালার পাশে দাঁড়িয়ে নিজের ভঙ্গিমায় ছবি তুলেছেন অভিনেত্রী। উন্মুক্ত নাভিতে মধুমিতার এই হট লুক মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের।

খোলামেলা পোশাকে নেটদুনিয়ায় ঝড় তুললেন ‘হট বম্ব' মধুমিতা -

ছবি পোস্ট করে মধুমিতা (Madhumita Sarcar) ক্যাপশনে একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন নেটিজেনদের জন্য। লিখেছেন যে, ‘হ্যাভ ইউ এভার হার্ড অফ হানি-পি?’। ছবি শেয়ার করতেই একের পর এক প্রশংসায় ভরেছে মধুমিতার কমেন্ট বক্স। কেউ লিখেছেন যে-‘হট’। কেউ লিখেছেন যে-‘দিন দিন তোমার প্রতি ক্রাশ খাচ্ছি’। আবার কেউ হার্ট ও আগুনের ইমজিতে ভরিয়েছেন কমেন্ট সেকশন।

খোলামেলা পোশাকে নেটদুনিয়ায় ঝড় তুললেন ‘হট বম্ব' মধুমিতা -

টেলিভিশন (Television) এর পর্দা দিয়েই তাঁর অভিনয় জগতের হাতেখড়ি। রূপসী বাংলার পর্দায় ‘সবিনয় নিবেদন’ সিরিয়াল ছিল তাঁর প্রথম কাজ। এরপর এককালে স্টার জলসার পর্দায় ‘ বোঝেনা সে বোঝেনা’ নামের একটি ধারাবাহিকে পাখি (Pakhi) নামের একটি চরিত্র বেশ সাড়া ফেলে দর্শক মহলে। আর তারপর অভিনেতা অর্জুন চক্রবর্তীর (Arjun Chakraborty) বিপরীতে ‘লাভ আজ কাল পরশু’ ছবি দিয়ে বড় পর্দায় পা রেখে মধুমিতা (Madhumita)। আর সেখানে তাঁর অভিনয় রীতিমতো নজর কাড়ে সকলের।

 

View this post on Instagram

 

A post shared by Madhumita Sarcar (@madhumita_sarcar)

এরপর ‘চিনি’, ‘ট্যাংরা ব্লুজ’ ছবিতেও দেখা যায় তাঁকে। সম্প্রতি তাঁর অভিনীত ‘উত্তরণ’ ওয়েবসিরিজও ব্যাপকভাবে সাফল্য পেয়েছে। অভিনয়ের পাশাপাশি তাঁর নিত্যনতুন হট লুকের ছবি ও ভিডিও ভাইরাল নেটমাধ্যমে। সম্প্রতি অভিনেত্রীর এই ভিডিও হু হু করে ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।