×
EntertainmentViral Video

নাইটক্লাবে গিয়ে মায়ের সাথে তুমুল নাচলেন অভিনেত্রী মধুমিতা, ভাইরাল ভিডিও

জন্মলগ্ন থেকেই মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক একটু অন্যরকম। সব কথা বলা, কাছাকাছি থাকা আর একে অন্যের অনুভূতি বোঝার ক্ষমতার কারণেই মা-মেয়ের সম্পর্কটি বন্ধুত্বের হয়ে থাকে। মেয়েদের কাছে মা একইসাথে অভিভাবক, বন্ধু, শিক্ষক। আর এই মা কে নিয়েই মুক্তি পেল “চিনি” ছবির গান ” আমাদের কথাগুলো”।

মা ও মেয়ের শপিং করা থেকে শুরু করে ম্যানিকিউর, ক্লাব সবই আছে এই গানে। মা- মেয়ের বন্ধুত্ব ও ভালোবাসা যে কতটা খাঁটি তাঁরই ভালোবাসার গল্প রয়েছে এই ছবির পরতে পরতে। এই ছবি মুক্তি পাচ্ছে বড়দিনে

ADVERTISEMENT

মধুমিতা ও অপরাজিতা অভিনীত এই ছবি রীতিমতো মা- মেয়ের জীবনের গল্প তুলে ধরবে পরতে পরতে। ছবিটায় মা এর চরিত্রে এক অদ্ভুত ডুয়ালিটি লক্ষ্য করবে মেয়ে মধুমিতা। ছবিতে দেখা যাচ্ছে যে, মা বাইরের জামা পরে ঠাকুর ঘরে ঢুকতে দিত না আর সেই মা ই টাইগার শ্রুফ এর ছবি দেখে বলছে টাইগার শ্রফ তো হট।

আর তাঁর মায়ের চরিত্রে এমন বদল মধুমিতা আগে কখনও দেখেননি। মা ও মেয়ের রসায়ন নিয়েই এই ছবির পুরো গল্প। তবে, তাঁর মাঝেই একটি চরিত্র সৌরভের। মা মেয়ের নতুন সম্পর্ককে নতুন ঠিকানা দিতে রীতিমতো ব্যাস্ত সে।

আপাতত এই ছবি মুক্তির অপেক্ষায়। আর তারপরই দর্শকদের মতামত পাওয়া যাবে। মা-মেয়ের কেমিস্ট্রি কতটা মন জয় করল দর্শকদের তা বলবে সময়ই।

ADVERTISEMENT

Related Articles