×
Entertainment

উন্মুক্ত উরুতে উঁকি দিচ্ছে ট্যাটু, বোল্ড লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী মধুমিতা সরকার

বাংলা টেলিভিশন তথা চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় হলেন মধুমিতা সরকার। একের পর এক সোশ্যাল মিডিয়ায় উষ্ণ ছবি দিয়ে রীতিমতো যুবকদের বুকে ঝড় তুলেছেন এই বাঙালি অভিনেত্রী। তাঁর রূপ এবং স্টাইল রীতিমত চোখে পড়ার মতো। অনেক নাম করা বলি অভিনেত্রীরাও হার মানাবেন এই বাঙালি অভিনেত্রী মধুমিতা সরকারের ফ্যাশন ও স্টাইল এর কাছে।

ছোট পর্দার পাখি হোক বা ইমন যেটাই বলা হোক না কেন সবেতেই সে বাজিমাত করে। তাঁর ছিমছাম চেহারার ফটোশুটে প্রতিনিয়তই নজর কাড়ছে নেটিজেনদের। বোল্ড ফটোশুট থেকে শুরু করে ছিমছাম ভিডিও সবেতেই ভক্তদের পাগল করে দিছেন এই টলি ডিভা।

ADVERTISEMENT

১৯৯৪ সালে ২৬শে অক্টোবর কলকাতায় জন্মগ্রহন করেন তিনি। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন মধুমিতা। এরপর ২০১১ সালে রূপসী বাংলায় ‘সবিনয় নিবেদন’ টেলিসিরিয়াল দিয়ে তাঁর অভিনয় জীবন শুরু হয়েছিল। তারপর একের পর এক টেলি সিরিয়ালে কাজ করেছেন তিনি। আর তাঁর মধ্যেই স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ র ভুমিকাতে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন এই অভিনেত্রী।

সম্প্রতি মধুমিতা তাঁর একেরপর এক বোল্ড লুকে যেভাবে ভক্তদের ঘায়েল করেছেন তা সত্যিই চোখে পরার মতো।
বড়পর্দায় পা রাখার সঙ্গে সঙ্গেই নিজের লুকে আমূল পরিবর্তন এনেছেন মধুমিতা।

অভিনয়ের পাশাপাশি এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়। সম্প্রতি তিনি একটি ছবি তাঁর ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে অভিনেত্রীকে একটি সাদা রঙের সঙ্গে গোলাপি ও নীল রঙের কম্বিনেশনের একটি টপ এর সঙ্গে কালো হট প্যান্টে নিজের ভঙ্গিমায় ছবি তুলতে দেখা গেছে। পায়ের উরুতে ট্যাটু স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে, ট্যাটুতে কি লেখা আছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে না। খোলা চুলে তার উষ্ণ চাউনিতে কাত হয়েছে ৮ থেকে ৮০র সকল পুরুষ। ছবিটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন ‘নীল হল উষ্ণতম রং’ । সম্প্রতি তাঁর এই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles