কেশবকে কোলে নিয়ে ছড়া বলতে বলতে তুমুল নাচ মধুবনির, মা-ছেলের মিষ্টি মুহূর্ত দেখে মুগ্ধ নেটিজেনরা, ভাইরাল ভিডিও

Madhubani Goswami Dance With Keshav টেলিভিশনের জনপ্রিয় জুটি হলেন রাজা-মধুবনি। ভালোবাসা ডট কম সিরিয়ালে প্রথম তারা একসঙ্গে জুটি বাঁধেন। এখান থেকেই তাদের প্রেমের শুরু। দীর্ঘ ১১ বছর প্রেম করার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি। গত বছরই জন্ম নিয়েছে তাদের প্রথম সন্তান। রাজা ও মধুবনি পুত্র সন্তান হওয়ায় নাম রেখেছেন কেশব।
View this post on Instagram
রাজা ও মধুবনির মতোই কেশবও এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে। নেটিজেনরা তার বেড়ে ওঠার ছোট ছোট মুহূর্ত দেখতে পছন্দ করেন। তাই তো রাজা ও মধুবনি দুজনেই কেশবের নানান মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে। এই যেমন সম্প্রতি মধুবনি একটি ভিডিও শেয়ার করেছেন।
View this post on Instagram
যেখানে অভিনেত্রীকে ছেলে কেশবকে কোলে নিয়ে নাচ করতে দেখা গিয়েছে। নাচতে নাচতে অভিনেত্রীকে একটি ছড়া বলতেও শোনা গিয়েছে। আর সেটি হলো – ‘কেশব নাচে কোনখানে, শতদলের মাঝখানে। সেখানে কেশব কি করে, ডুব দেয় আর মাছ ধরে’। ছেলেকে কোলে নিয়ে মধুবনির এই এনার্জিটিক নাচ মুগ্ধ করেছে নেটিজেনদের।