Madan Mitra : আমি রামকৃষ্ণের মতো, দুধটুকু নিই জলটুকু ফেলে দিই: মদন মিত্র

‛আমি দুধটুকু নিই জলটুকু ফেলে দিই’! অকপট মদন মিত্র। (Madan Mitra)। কামারহাটির বিধায়ক হিসেবে তাকে কেই না চেনেন বলুন তো? পাশাপাশি তিনি হলেন বঙ্গ রাজনীতির ‛কালারফুল বয়’। আর অন্যদিকে টলিউডের (Tollywood) অন্যতম প্রথম সারির নায়িকা হলেন মধুমিতা (Madhumita Sarcar)। বর্তমানে মদন ও মধুমিতা (Madan-Madhumita) দুজনেই এখন সোশ্যাল মিডিয়ার হট টপিক। তাদেরকে নিয়ে রীতিমতো চর্চা তুঙ্গে।
আর তারমধ্যেই দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে নীল রঙের বিএমডব্লিউ (BMW) গাড়িতে। পাশেপাশি হাতে হাত রেখে বসে আছেন দুজনে। চালকের আসনে বসে আছেন মধুমিতা। আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral)। যার দৌলতে এবার দুজনেই একসঙ্গে উঠে এলেন সংবাদের শিরোনামে। রোদ চশমায় হাসি মুখে মধুমিতার লজ্জায় রাঙা হওয়া মুখ কারোরই নজর এড়ায়নি।
View this post on Instagram
তাহলে কি তাদের মধ্যেকার সম্পর্ক আরও গভীর হল? এমনকি দুজনে হাতে হাত রেখে চললেনই বা কোথায়? আর এসব প্রশ্নের উত্তর ইতিমধ্যেই মদন মিত্র(Madan Mitra) দিয়েছেন। এমনকি বিষয়টি নিয়ে মদন মিত্র বলেছেন যে, ‛আমি রামকৃষ্ণের মতো, দুধটুকু নিই জলটুকু ফেলে দিই। আমি প্রশংসা সাদরে গ্রহণ করি। কিন্তু, নোংরামি বর্জন করি’।
এছাড়াও গাড়ি চালানো প্রসঙ্গে মদন মিত্র (Madan Mitra) বলেছেন যে, ‛আমি বিশ্বাস করতে পারিনি ও বিএমডব্লিউ চালাতে পারে! তারপর দেখলাম দিব্বি গাড়িটা চালালো! ও এমনভাবেই গাড়িটা চালাচ্ছিল যে আলাদা করে ভয়-ভরসা এই সমস্ত কথা মনে আসেনি। বরং অন্যান্য নানা বিষয়ে ব্যস্ত হয়ে পড়ি। চালক হিসেবে ওঁর উপর পূর্ণ বিশ্বাস ছিল’।
Madan Mitra Fb Post With Madhumita Sarcar:
পাশাপাশি এদিন মধুমিতার প্রশংসা করে তিনি বলেন যে, ‛একটা মেয়ে সাফল্যের জন্য কতটা পরিশ্রম করতে পারে তা ওকে দেখে শেখা সম্ভব। অনেক লড়াই করে আজ ও সফল অভিনেত্রী’। এমনকি আরও বলেছেন যে, ‛ও অভিনেত্রী হিসেবে অসাধারণ। স্টারডামের নিরিখে এক নম্বর হওয়ার দিকে এগোচ্ছে ও। খুবই বোল্ড। এবার ধীরে ধীরে জাতীয় স্তরের দিকে পা বাড়াচ্ছে। মধুমিতা হায়দ্রাবাদ গিয়েছে। ওকে আগাম শুভেচ্ছা জানাই’।