×
EntertainmentViral Video

শট ড্রেসে দুর্দান্ত নাচ করে নেটদুনিয়ায় ঝড় তুললেন মিঠুন চক্রবর্তীর বৌমা, তুমুল ভাইরাল ভিডিও

একে অভিশপ্ত বছর শেষ হওয়ার আনন্দ তারই নতুন বছর শুরু হওয়ার খুশি। সবে মিলে সবাই মজে উঠেছে পার্টিতে। বর্ষবরণে মেতে উঠেছে সবাই। তারকারাও বাদ পড়েনি। টলিউড থেকে বলিউড সবাইকেই তাঁদের নতুন বছরের শুরুর ঝলক দিতে দেখা গেছে নিজের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। মিঠুন পুত্রবধূকেও দেখা গেলো তাঁর মত করে নতুন বছরকে স্বাগত জানাতে।

২০২০ গেলেও কভিড-১৯ কিন্তু এখনও যায়নি। তাই অযথা বেশি বাইরে বেড়ানোটা যে ঠিক না এই বার্তা যেন ফুটে উঠল তাঁর নতুন বছরকে স্বাগত জানানোর পোস্ট। যখন সবাই ব্যাস্ত বাইরে বেরিয়ে বন্ধু বান্ধবদের সাথে পার্টি করতে। তখন মাদালাসা চক্রবর্তী ২০২১ আসার আনন্দে নাচ করছেন বাড়িতেই এবং তা ইনস্টাগ্রাম রিলে শেয়ারও দিতে যায় তাঁকে।

ADVERTISEMENT

তিনি কিভাবে নতুন বছরকে স্বাগত জানালেন তা তাঁর অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে। একটি রিল ভিডিও তিনি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে কালো রঙের শর্ট ফ্রক পরে তাঁকে নাচতে বছর শেষ এবং নতুন বছর শুরু হওয়ার আনন্দে।

ভিডিও পোস্ট করে তিনি ২০২০ কে বিদায় জানিয়েছেন এবং স্বাগত জানালেন ২০২১ কে। তিনি আরো বলেন যায় হয়ে যাক ২০২০ তাঁকে অনেক কিছু শিখিয়েছে এবং প্রতিটি মুহূর্ত তাঁকে খুশি দিয়েছে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে, সবার জীবন যাতে ভালোবাসা, সুখ ও আনন্দে ভরে যায় এই প্রার্থনাও করেছেন। এরই সাথে সবাইকে সাবধানে ও সুরক্ষিত থাকার বার্তা দিয়েছেন তিনি। প্রসঙ্গত মাদালসা চক্রবর্তী হলেন বলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং সবার প্রিয় এমজি অর্থাৎ মিঠুন চক্রবর্তীর পুত্রবধূ। বলিউডের পাশাপাশি তিনি তেলুগু, কন্নড়, তামিল, জার্মান এবং পাঞ্জাবি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন।

ADVERTISEMENT

Related Articles