পরনে স্বল্প পোশাক, বোল্ড লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন ‘মা’ সিরিয়ালের ঝিলিক
একসময় মা কে ছাড়া যার ঘুম আসতো না। সে এখন বহু পুরুষের রাতের ঘুম না আসার কারণ। স্টার জলসার সেই জনপ্রিয় সিরিয়াল মা এর কথা মনে পড়ে? মা সিরিয়ালের ছোট্ট মিষ্টি মেয়ে ঝিলিক তখন ছিল সবার প্রিয়। সমানভাবে এখনও তাই। তবে সেই মিষ্টি মেয়ে এখন হয়ে গেছে হট মির্চি। সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়ে বেড়াচ্ছে সেই ছোট্ট মেয়েটা।
সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ তিথি বসু অর্থাৎ আমাদের ছোট ঝিলিক। নিয়মিত নিজের জীবনের মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। তাঁর যে কোনো ছবি শেয়ার হয় অগুন্তি। ভাইরাল হয় সব ছবিই মুহুর্তেই। সিরিয়াল প্রিয় মানুষের কাছে ঝিলিক নাম টা আবেগ ছিল এতদিন। বড়ো হয়ে সেই ঝিলিক নেটিজেনদের কাছে বিশেষ সমালোচিত হয়ে উঠছেন।
সিরিয়াল প্রেমী মানুষের আবেগকে কি আঘাত করছে তিথি বসু? ছোট ঝিলিককে দর্শকরা মূলত এক মিষ্টি লক্ষ্মী মেয়ে যে তার মাকে খুব ভালোবাসে এই ভুমিকায় দেখতেই পছন্দ করেন। সেখানে ঝিলিক যখন একটু একটু করে বড়ো হচ্ছে তিথি বসু রুপে। এটা কি কোনোভাবে তার ইমেজে দাগ কাটছে!
তিথি বসুও কিন্তু ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। কিন্তু কার জনপ্রিয়তা বেশি ঝিলিক নাকি তিথির? এই নিয়ে রয়েছে সংশয়। ঝিলিক এবং তিথির ভক্ত আলাদা। ঝিলিক ছোট পর্দায় জনপ্রিয় ছিল। আর তিথি সোশ্যাল মিডিয়ায়। রুচিবোধে, পোশাক পরিচ্ছদে সবকিছুতেই ঝিলকের সাথে তিথির কোনোই মিল খুঁজে পাওয়া যাবে না। সম্প্রতি খোলা পিঠে সাদা জামা পরা একটি ফটো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী, যা মুহূর্তে ভাইরাল হয়েছে।