Entertainment

মেয়ের দেওয়ের সাথে বিছানায় উঠলেন মহিলা, চরম ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, হেডফোন গুঁজে একা দেখুন

OTT ইন্ডাস্ট্রি এখন সিনেমার থেকেও বড়ো হবার পথ ধারণ করে নিয়েছে। বিশ্ব জুড়ে রমরমিয়ে চলছে অ্যাপের মাধ্যমে সিনেমা কিংবা সিরিজ দেখা। প্রযুক্তির উন্নতি, গ্রাহকের পছন্দের পরিবর্তন এবং OTT প্ল্যাটফর্মের ক্রমবর্ধমান জনপ্রিয়তা সবই দেশে ইঙ্গিত দিচ্ছে ভারতের উত্থানের। Netflix, Amazon Prime এসব থাকলেও আছে Ullu, Kooku, Primeshot -র মতো কিছু অ্যাডাল্ট অ্যাপ। যার মধ্যে দিয়ে দর্শকরা যে কোনো সময়ের মনের মতো ইরোটিক ওয়েব সিরিজ দেখতে পাচ্ছেন। আজ তেমনই উল্লুর ঘাম ঝরানো দুর্দান্ত একটি ওয়েব সিরিজ নিয়ে হাজির হয়েছি।

Web Series: মা দেভরানী বেটি জেঠানি পার্ট টু (Maa Deverni Beti Jethani Part 2)

Cast: মুখ্য চরিত্রে আছেন প্রিয়া গামড়ে (Priya Gamre), মিষ্টি বসু (Mishti Basu)

Release Date: ২০২২ সালের ১৮ই মার্চ এই ওয়েব সিরিজটি রিলিজ করেছিল।

Web Series Story: প্রথম পর্বে দেখানো হয়েছে মেয়ের বিয়ে হয়ে গেছে। তবে মেয়ের দেওরের সাথে প্রেম করছে সরলা অর্থাৎ মিষ্টির মা। দ্বিতীয় পর্বে তাঁদের সম্পর্কের কথা তাঁর দেওর সকলকে জানিয়ে দেয়। শুরু হয় বিশাল অশান্তি। কার্যত মিষ্টি ও তাঁর মা কথা বন্ধ করে দেয়। এই বয়সে সে নিজের দেওরকে বিয়ে করবে যা কখনও মেনে নিতে পারেননি। কিন্তু একসময় মিষ্টি তা সব ভুলে গিয়ে মাকে নিজের শশুরবাড়িতে দেভরানী করার প্রস্তাব স্বীকার করেন। কি হবে এবার তা দেখতে পারবেন এই সিরিজের দ্বিতীয় পর্ব থেকে।

Languages: উল্লু প্রতিবার নিজের ওয়েব সিরিজ হিন্দি সহ আরও সাতটি ভাষায় রিলিজ করে। এবারও তার ব্যতিক্রম করেনি।

তবে সিরিজ দেখার আগে আপনাকে উল্লু অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। বিনামূল্যে নয় টাকা দিয়ে করতে হবে রেজিস্ট্রেশন। আপনার পছন্দের মতো সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। তারপরেই ইচ্ছা মতো একাধিক সিরিজ উপভোগ করুন।