দিদির কোলে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ইউভান, একরত্তি ইউভানের ছবি শেয়ার করলেন রাজ
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং পরিচালক রাজ চক্রবর্তীর ঘরে ফুটফুটে ছেলে আসার পর থেকে ছেলের সঙ্গে কাটানো মুহূর্ত ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রাজ চক্রবর্তী। তাদের ছেলে ইউভান জন্মের পর থেকেই পপুলার। এখন থেকেই তৈরি হয়ে গিয়েছে ফ্যান পেজ। টলিউডের অন্যান্য সেলিব্রেটিদের ছেলেরা জন্মের পরে এতটা জনপ্রিয়তা পায়নি যতটা রাজ- শুভশ্রীর ছেলে পেয়েছে।
ইদানিং নেটদুনিয়ায় একটি ছবি খুব ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রাজ চক্রবর্তীর ভাগ্নী সৃষ্টি পান্ডের কোলে আদর খাচ্ছে একরত্তি ইউভান। ভাগ্নি হলেও রাজ ও শুভশ্রী দুজনই একে নিজের মেয়ের মতো ভালোবাসে। রাজ চক্রবর্তীর বোন বনানী পান্ডের মেয়ে হল সৃষ্টি পাণ্ডে। রাজ- শুভশ্রীর অনেক ছবিতে সৃষ্টিকে দেখা গিয়েছে।
ইদানিং একটি গেট টুগেদারে রাজের বাড়ি এসেছিল ভাগ্নি সৃষ্টি। সেখানে রাজপুত্র ইউভানকে অর্থাৎ তার ভাইকে কোলে নিয়ে ঘোরাঘুরি করছিলেন সৃষ্টি। প্রথমে দিদির কাছ যেতে নারাজ হলেও পরে দিদিকে চিনে গেছে পুঁচকে ইউভান।