মিঠুন থেকে দীপিকা! খারাপ সময়ে আত্মহত্যার পথে হাঁটতে চেয়েছিলেন এই সমস্ত বলি তারকা

প্রতিবছর ভারতে দেড় লক্ষের থেকেও বেশি আত্মহত্যার ঘটনা ঘটে থাকে। বলাই বাহুল্য প্রতি বছর এই সংখ্যাটি কিন্তু বেড়েই চলেছে। প্রচুর মানুষ তো নিজের জীবন শেষ করে দেন। কিন্তু জানেন কি সেলিব্রিটিরাও কোনো না কোনো সময় আত্মহত্যা কিংবা ইচ্ছা মৃত্যু গ্রহণ করতে চেয়েছিলেন। আজ সেইসব সেলিব্রিটিদের নিয়ে আলোচনা করবো –
১) সঞ্জয় দত্ত – ২০২০ সালে সঞ্জয় দত্তর ক্যান্সার ধরা পরে। এই খবর পাওয়ার পরে তিনি স্থির করেছিলেন চিকিৎসা নয়, এবার তিনি মৃত্যুর পথই বেছে নেবেন। কিন্তু পরিবার ও সবার স্বার্থে চিকিৎসা করান এখন তিনি সম্পূর্ণ সুস্থ আছে।
২) অমিত সাধ- ‘কাই পো চে’ ছবির মধ্যে দিয়ে অভিনয় জগতে পা রাখেন অমিত। তবে তাঁর জীবন সুখের ছিল না। কেবল স্বেচ্ছামৃত্যুর ইচ্ছেই নয়, অভিনেতা একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। মাত্র ১৬ থেকে ১৮ বছর বয়সের মধ্যে জীবন শেষ করে দিতে চেয়েছিলেন এই অভিনেতা।
৩) মিঠুন চক্রবর্তী- কেরিয়ারের শুরুতে বেশ অবসাদে ভুগতেন মিঠুন চক্রবর্তী। সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন একটা সময়। মানসিক অবসাদে তিনি ভুগেও ছিলেন।
৪) দীপিকা পাডুকোন- বলিউডের প্রথম সারির নায়িকা দীপিকা। এখন তাঁর কাছে প্রচুর কাজ। তবে তিনি একাধিকবার মানসিক অবসাদ নিয়ে কথা বলেছেন। একটা সময় মানসিক অবসাদ তাঁকে এমনভাবে গ্রাস করেছিল যার ফলে তিনি জীবন শেষ করতে চেয়েছিলেন।
৫) উরফি জাভেদ – নিজের পোশাকের জন্য ব্যাপক ট্রোল হয়েছেন উরফি। তবে দেশের মহিলাদের কাছে কার্যত ফ্যাশন আইকন তিনি। একসময় এই ব্যাপক ট্রোল সহ্য করতে না পেরে জীবন শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন উরফি।