নিয়া শর্মা থেকে রেশমি দেশাই! লাইমলাইটে আসতে উরফির রাস্তায় হেঁটেছেন এই সমস্ত বলি অভিনেত্রী

একটা সময় উরফি জাভেদ কে কেউ পছন্দ করতেন না। বলিউডে দড়ি, ফয়েল পেপার, কটন ক্যান্ডি এসব ব্যবহার করেও পোষাক তৈরী করা যায় তা কেউ কল্পনাও করতে পারেননি। তবে সবার বিপক্ষে গিয়ে উরফি জাভেদ (Urfi Javed) দেখিয়ে দিয়েছেন ফ্যাশনের আসল সংজ্ঞা কি। কিন্তু বলিউডে এখন বেশিরভাগ নায়িকা আছেন যারা উরফি জাভেদকে একপ্রকার ‘কপি’ করছে লাইমলাইটে থাকার জন্য। কারা সেই নায়িকা যারা উরফির পথেই বোল্ড পোশাকে এখন ইন্টারনেট কাঁপাতে ব্যস্ত দেখে নিন –
১) রেশমি দেশাই – হিন্দি ধারাবাহিক থেকে বিগ বসের ঘর, সব কিছুতেই রেশমি দেশাইকে দেখা গেছে। তবে বর্তমানে তাকে অভিনয়ে তেমন খুঁজে পাওয়া না গেলেও এক সে এক বোল্ড ও ছোট পোশাকে ফটো দিয়ে লাইমলাইট বজায় রাখতে দেখা যায়।
২) উর্বশী রাউতেলা – মডেল থেকে অভিনেত্রী, উর্বশী খুব একটা নাম এখনও কামাতে পারেনি। তবে তাঁর অনাবৃত শরীরের অংশ সোশ্যাল মিডিয়াতে দেখা গেলেই চরম ভাইরাল। তাই সেই পথে হেঁটেই তিনি লাইমলাইট বজায় রাখেন।
৩) নিয়া শর্মা – এশিয়ার সেক্সিয়েস্ট মহিলার তকমা পেয়েছিলেন টেলিভিশন অভিনেত্রী নিয়া শর্মা। তাঁর শরীরের জেল্লায় ঘায়েল হন প্রচুর পুরুষ। সাহসী পোশাক অথবা উরফির পথেই অনাবৃত ঊর্ধ্বাঙ্গে নেটপাড়ার উষ্ণতা ছড়িয়েছেন। তাই এই পথ ধরে ভালোই টিকে আছেন তিনি।
৪) এষা গুপ্তা – সোশ্যাল মিডিয়াতে এক সে এক বিকিনি কিংবা ছোট পোশাকের ফটোতে তিনি কার্যত সর্বদা লাইমলাইট বজায় রাখেন। ইশার খোলামেলা ছবিতে নেটপাড়ার পারদ সবসময় ঊর্ধ্বমুখী। অভিনয় থেকে দূরে থাকলেও তিনি যেন লাইম লাইট থেকে দূরে থাকতে পারবেন না।