Entertainment

Rashmika Mandana : রমচরণ থেকে বিজয় থালাপাতি! যে সমস্ত সুপারস্টারদের সাথে ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন রশ্মিকা

Advertisement

Rashmika Mandana : ‘পুষ্পা’ (Pushpa) সিনেমা করার পর থেকেই তার জনপ্রিয়তা বেড়েছে হুড়হুড়িয়ে। কার কথা বলছি বলুন তো দেখি? বর্তমানে তিনি হলেন ‛ন্যাশনাল ক্রাশ’। তিনি হলেন দক্ষিণী তথা বলিউড অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)। দক্ষিণী ছবিতে সাফল্যের পর ইতিমধ্যেই বলিউডেও পা রেখে ফেলেছেন অভিনেত্রী। এমনকি বেড়েছে তার পারিশ্রমিকও। তবে, মাঝে মধ্যেই কোনো না কোনো কারণে তিনি উঠে আসেন সংবাদের শিরোনামে। বিতর্ক যেন তার পিছু ছাড়েনা।

Rashmika Mandana : রমচরণ থেকে বিজয় থালাপাতি! যে সমস্ত সুপারস্টারদের সাথে ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন রশ্মিকা

আবার কখনও ছবি মুক্তিকে কেন্দ্র করে জায়গা করে নেন পেজ থ্রির পাতায়। এমনকি কিছুদিন আগে বলিউডের (Bollywood) প্রশংসা করে তিনি নেটিজেনদের কটাক্ষের মুখেও পড়েছিলেন। তবে, বলিউডে পা রাখা মাত্রই তিনি খোদ বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে ‛গুডবাই’ (GoodBye) সিনেমায় কাজ করেছেন। যদিও সেই সিনেমা বক্স অফিসে সেভাবে সফলতা পায়নি। বর্তমানে অভিনেত্রী ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি ‛অ্যানিম্যাল'(Animal)-কে নিয়ে।

Rashmika Mandana : রমচরণ থেকে বিজয় থালাপাতি! যে সমস্ত সুপারস্টারদের সাথে ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন রশ্মিকা

তবে, এরই মাঝেই উঠে এলো রশ্মিকাকে নিয়ে কিছু কথা। ‛পুষ্পা’ (Pushpa) সিনেমার সাফল্যের পর এই অভিনেত্রী সকলের নজরের কেন্দ্রেই জায়গা করে নিয়েছিলেন। আর যার কারণে নামীদামী পরিচালক ও সহ অভিনেতা তার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু তিনি একেরপর এক সবাইকে নাকোচ করে দেন। কাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন জানেন কি? আজকের এই প্রতিবেদনে বলবো সেই বিষয়েই।

Rashmika Mandana : রমচরণ থেকে বিজয় থালাপাতি! যে সমস্ত সুপারস্টারদের সাথে ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন রশ্মিকা

Those Actors and Directors Rejected By Rashmika Mandana

সঞ্জয়লীলা ভনসালি (Sanjay Leela Bhansali) একটি ড্রিম প্রজেক্টে রশ্মিকাকে (Rashmika Mandana) নিতে চেয়েছিলেন। কিন্তু তিনি সেই প্রস্তাব নাকোচ করে দেয়। এছাড়া ‛জার্সি’ ছবিতে শাহীদ কাপুরের (Shahid Kapoor) বিপরীতে রশ্মিকাকে নিতে চেয়েছিলেন নির্মাতারা। কিন্তু তিনি সেই প্রস্তাবও ফিরিয়ে দেন। তবে, এখানেই কিন্তু শেষ নয়। রাম চরণ (Ram Charan) -এর সঙ্গে ‛আরসি ১৫’-তে কাজ করার সুযোগ পেয়েছিলেন রশ্মিকা। কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ না করলে অবশেষে তার জায়গায় কিয়ারাকে (Kiara Advani) নেওয়া হয়।

Rashmika Mandana : রমচরণ থেকে বিজয় থালাপাতি! যে সমস্ত সুপারস্টারদের সাথে ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন রশ্মিকা

এমনকি বিজয় থালাপতিও (Vijay Thalapathy) রশ্মিকার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু রশ্মিকা তাতে রাজি হননি। তাহলে জানলেন নিশ্চই রশ্মিকার নাকোচ-এর তালিকা কত দীর্ঘ। এখন শুধু দেখার পালা আগামী দিনে অভিনেত্রীর ‛অ্যানিম্যাল’ ছবিটি কতটা সাফল্যের মুখ দেখতে পারে।