কঙ্গনা থেকে বিপাশা, সার্জারি করে সুডৌল বৃহৎ স্তনের অধিকারী হয়েছেন যেসব জনপ্রিয় বলিউড অভিনেত্রীরা

আজকাল মানুষ নিজেকে সুন্দর দেখাতে অনেক কিছুই করে থাকেন। আর সেই জায়গায় প্রথম দিকেই আসে বলিউড অভিনেত্রীদের নাম। নিজেদের সৌন্দর্যকে দ্বিগুন বাড়িয়ে তুলতে ব্রেস্ট ইমপ্ল্যান্ট, লিপ জব, নোজ জবের মতো অনেক সার্জারিই করিয়েছেন তারা। তবে, শুধু সৌন্দর্য্যের খাতিরে নয় যেসব মহিলারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার ফলে ব্রেস্ট বাদ দিতে হয়, তাদের ক্ষেত্রেও ব্রেস্ট ইমপ্ল্যান্ট-এর পরামর্শ দেন চিকিৎসকেরা।
তবে, আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো বলিউডের কোন কোন অভিনেত্রী নিজেদের সৌন্দর্য বাড়াতে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছেন
১. রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)
এই তালিকায় সবার প্রথমেই আসে রাখির নাম। ‛পরদেশীয়া’ মিউজিক ভিডিওতে কাজ করার পর রাখির মনে হয়েছিল তিনি সৌন্দর্যে অনেকটাই পিছিয়ে রয়েছেন। আর তারপরই অভিনেত্রী ব্রেস্ট ইমপ্ল্যান্ট করান। তবে, শুধু এটাই নয় নিজের মধ্যে কোনোরকম খামতি না রাখতে লিপ, নোজ জবের মতো একাধিক সার্জারি করিয়েছেন বলিউডের ‛ড্রামা কুইন’
২. শিল্পা শেট্টি (Shilpa Shetty)
বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির প্রথম দিকের সিনেমাগুলিই জানান দেয় যে তিনি সৌন্দর্যের দিক দিয়ে কতটা পিছিয়ে ছিলেন। এরপর নিজেকে সুন্দর করতে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছেন। এমনকি লিপ জব, নোজ জবও করিয়েছেন।
৩. বিপাশা বসু (Bipasha Basu)
বলিপাড়ার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন বিপাশা বসু। কেরিয়ারের এতগুলো বছর পেরিয়ে আসার পরও এখনও তার রূপে ঘায়েল বহু পুরুষ। গ্ল্যাডর্যাগস সুপারমডেল হওয়ার পর তিনি বলিউডে নিজের কেরিয়ার গড়ে তুলতে আগ্রহী হন। আর তারপরই নিজের সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করান।
৪. কঙ্গনা রাণাওয়াত (Kangana Ranaut)
বলি কুইন কঙ্গনা রাণাওয়াতের সৌন্দর্য নিয়ে আশা করি নতুন করে বলার কিছু নেই। কিন্তু জানেন কি একটা সময় ব্রেস্টের আকারের সমস্যার কারণে অনেক পোশাক তিনি পড়তে পারতেন না। যদিও পরবর্তীকালে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়ে নিজের সৌন্দর্য বাড়িয়ে তোলার পাশাপাশি ব্রেস্ট সংক্রান্ত সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়েছেন
৫. আয়েশা টাকিয়া (Ayesha Takia)
বলিউড অভিনেত্রী আয়েশা টাকিয়াও ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছিলেন হলিউড অভিনেত্রীদের মতো স্তন পাওয়ার জন্য। এমনকি তার স্তনের আকার নজর কাড়াও হয়েছিল। কিন্তু দিন কয়েক পর কোমরের যন্ত্রনায় কাবু হয়ে পড়ায় ফের সার্জারি করিয়ে নিজের স্বাভাবিক স্তন ফিরে পান।
তবে, শুধু এরাই নন ‛মার্ডার’ ফিল্মের অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat) থেকে শুরু করে এরোটিকা অভিনেত্রী পুনম পান্ডেও (Poonam Pandey) নিজের সৌন্দর্য বাড়াতে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করিয়েছেন।