×
Entertainment

ফিরে দেখা ২০২২: চলতি বছরের সেই সমস্ত ছবি যা বড় বাজেটের হলেও পড়েছে মুখ থুবড়ে, রইল তালিকা

ইতিমধ্যেই আমরা বছরের শেষের দিকে চলে এসেছি। এবছর হিন্দি সিনেমা মুক্তির তালিকা কিছু কম ছিল। যেমন বিগ বাজেটের ছবি ছিল তেমনই ছিল বড় বড় স্টার কাস্ট। কিন্তু তারপরে এসেও কিছু ছবি আছে যা দর্শকদের মনে কোনোভাবেই জায়গা করতে পারেনি। আজকের এই প্রতিবেদনে আমরা আপনাকে সেই ছবি গুলি সম্পর্কেই বলবো। চলুন তবে দেখে নেওয়া যাক

ফিরে দেখা ২০২২: চলতি বছরের সেই সমস্ত ছবি যা বড় বাজেটের হলেও পড়েছে মুখ থুবড়ে, রইল তালিকা -

১.ধকড় (Dhaakad)
প্রথমেই যে ছবির কথা আসে সেটি হল কঙ্গনা রানাওয়াতের ধকড় সিনেমা। এই সিনেমার বাজেট ছিল ৮৫ কোটি টাকা। কিন্তু এই ছবি আয় করেছিল ২.৫ কোটি টাকা। এক সপ্তাহের বেশি এই ছবি চলেনি।

ফিরে দেখা ২০২২: চলতি বছরের সেই সমস্ত ছবি যা বড় বাজেটের হলেও পড়েছে মুখ থুবড়ে, রইল তালিকা -

২.বচ্চন পান্ডে (Bachchan Pandey)
এই তালিকায় নাম ছিল অক্ষয় কুমার অভিনীত বচ্চন পাণ্ডে ছবিটির। সিনেমা তৈরির বাজেট ছিল ১৬৫ কোটি টাকা। কিন্তু ছবিটি যায় করেছে মাত্র ৪৯ কোটি টাকা।

ফিরে দেখা ২০২২: চলতি বছরের সেই সমস্ত ছবি যা বড় বাজেটের হলেও পড়েছে মুখ থুবড়ে, রইল তালিকা -

৩. লাল সিং চাড্ডা (Lal Singh Chaddha)
‛ফরেস্ট গাম্প’ সিনেমার হিন্দি রিমেক লাল সিং চাড্ডা। আমির খান ও করিনা কাপুর অভিনীত এই ছবিটি ৩ বছরেরও বেশি সময় ধরে তৈরি করা হয়েছিল। এমনকি ছবিটি তৈরি করতে খরচ হয়েছিল ১৮০ কোটি টাকা। কিন্তু আয় করেছে ৫৯.৫৮ কোটি টাকা।

ফিরে দেখা ২০২২: চলতি বছরের সেই সমস্ত ছবি যা বড় বাজেটের হলেও পড়েছে মুখ থুবড়ে, রইল তালিকা -

৪.জয়েশভাই জোরদার (Jayeshbhai Jordaar)
রণবীর সিং অভিনীত এই ছবিটি তৈরি করতে খরচ পড়েছিল ৮৬ কোটি টাকা। তবে, ব্যবসা করেছিল ১৪ কোটি টাকা।

ফিরে দেখা ২০২২: চলতি বছরের সেই সমস্ত ছবি যা বড় বাজেটের হলেও পড়েছে মুখ থুবড়ে, রইল তালিকা -

৫.সম্রাট পৃথ্বীরাজ (Samrat Prithviraj)
ফ্লপ তালিকায় রয়েছে অক্ষয় কুমারের তালিকায় রয়েছে আরও একটি সিনেমা সম্রাট পৃথ্বীরাজ। এই সিনেমা তৈরির বাজেট ছিল ১৭৫ কোটি টাকা। কিন্তু ব্যবসা হয়েছিল ৬৮.০৬ কোটি টাকা। এই সিনেমার হাত ধরেই বিশ্ব সুন্দরী মানুষের বলিউডে ডিবিউ হয়েছিল।

ফিরে দেখা ২০২২: চলতি বছরের সেই সমস্ত ছবি যা বড় বাজেটের হলেও পড়েছে মুখ থুবড়ে, রইল তালিকা -

৬.হিরোপন্তি ২ (Heropanti)
টাইগার অভিনীত ছবির বাজেট ছিল ৭০ কোটি টাকা। কিন্তু এই ছবি মাত্র ২৪.৯১ কোটি টাকা ব্যবসা করেছে।

ফিরে দেখা ২০২২: চলতি বছরের সেই সমস্ত ছবি যা বড় বাজেটের হলেও পড়েছে মুখ থুবড়ে, রইল তালিকা -

৭.শামশেরা (Shamshera)
রণবীর কাপুর অভিনীত শামশেরা সিনেমায় তাকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। ১৫০ কোটি টাকার সিনেমা মাত্র ৪১.৫ কোটি টাকার ব্যবসা করেছিল।