ফিরে দেখা 2022: অভিষেক থেকে ঐন্দ্রিলা, চলতি বছরে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই সকল টলি তারকা

কিছুদিনের মধ্যেই নতুন বছর এসে যাবে। গত ১ বছরে টলিউডের বেশ কয়েকজন শিল্পী আমাদের ছেড়ে গেছেন। একবার দেখে নেওয়া যাক তাঁরা কারা। তাঁরা হলেন পল্লবী দে (Pallavi Dey), অনন্যা চ্যাটার্জি (Ananya Chatterjee), অভিষেক চ্যাটার্জি(Abhishek Chatterjee),সোনালী চক্রবর্তী(Sonali Chakraborty) এবং ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)।
পল্লবী দে স্টার জলসার (Star Jalsa) ‘আমি সিরাজের বেগম’ সিরিয়ালে সিরাজের বেগম লুৎফার চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন। এছাড়া ‘রেশম ঝাঁপি’ ও ‘কুঞ্জছায়া’ সিরিয়ালেও দেখা গিয়েছিল তাঁকে। তিনি ২০২২ সালের ১৫ই মে মাত্র ২৫ বছর বয়সে আত্মহত্যা করেন বলে জানা যায়। কেন তিনি এমন করেছিলেন তা জানা যায়নি।
অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায় ২০২২ সালের ২৬শ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে যান। ২০০৪ সালে ‘পরবর্তী সংবাদ দুপুর দুটোর সময়ে’ ছবি ছাড়াও তিনি টেলিফিল্ম, সিরিয়াল, নাটক ইত্যাদিতে অভিনয় করতেন তিনি। প্রবীণ এই অভিনেত্রীর প্রয়াণে অনেকেই খুব শোকাহত হয়েছেন।
৯০ দশকের জনপ্রিয় অভিনেতা অভিষেক চ্যাটার্জি। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee) ও তাপস পালের (Tapas Paul) সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন। ১৯৮৬ সালে তরুণ মজুমদারের ছবি ‘পথভোলা’ দিয়ে কাজ শুরু করেন। পরবর্তী সময়ে সিনেমায় তেমন দেখা না গেলেও টিভিতে ‘ইচ্ছেনদী’, ‘পিতা’, ‘অপুর সংসার’, ‘অন্দরমহল’, ‘কুসুম দোলা’, ‘ফাগুন বউ’, ‘খড়কুটো’র ইত্যাদি সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছিল। ২৪শে মার্চ মাত্র ৫৭ বছর বয়সে হৃদরোগের শিকার হয়ে পরলোকগমন করেন অভিষেক।
অভিনেতা শঙ্কর চক্রবর্তীর স্ত্রী সোনালী চক্রবর্তী দাদার কীর্তি (১৯৮০), হার জিত (২০০২), চোখের বালি (২০০৩), বন্ধন (২০০৪) ইত্যাদি ছবিতে অভিনয় করেছেন। কিছুদিন আগেও স্টার জলসার ‘গাঁটছাড়া’ সিরিয়ালে কাজ করতেন তিনি। দীর্ঘদিন লিভারের অসুখে ভোগার পর ৩১শে অক্টোবর মাত্র ৫৯ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।
২০২২ সালের সবচেয়ে শোকাবহ মৃত্যু সম্ভবত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। সান বাংলার (Sun Bangla)‘ঝুমুর’ সিরিয়াল দিয়ে সাফল্য পান তিনি। স্টার জলসার জীবন কাঠি সিরিয়ালেও ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। পরপর দুবার ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে জিতে আসার পরেও ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। দশদিন যমে মানুষে টানাটানির পর ২০শে নভেম্বর তাঁর লড়াই শেষ হয়।