×
Entertainment

গুনগুনের মৃত্যু দেখিয়েই কেন শেষ করা হল ‘খড়কুটো’! অবশেষে মুখ খুললেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়

গুনগুনের মৃত্যু দিয়েই কেন শেষ খড়কুটো? অবশেষে মুখ খুললেন লীনা গঙ্গোপাধ্যায়।

গুনগুনের মৃত্যু দিয়েই কেন শেষ খড়কুটো? অবশেষে মুখ খুললেন লীনা গঙ্গোপাধ্যায়। খুব সম্ভবত আগামী বুধবার শেষ হতে চলেছে দুবছর আগে শুরু হওয়া ধারাবাহিক ‛খড়কুটো’। তবে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে শ্যুটিং। তাই এদিন সকলেই পাত পেড়ে কব্জি ডুবিয়ে খেয়েছে। এদিনের মেনুতে ছিল বাসমতি চালের ভাত, ইলিশ মাছের মাথা দিয়ে ডাল, মটন, মিষ্টি।

হাজার মনখারাপের মাঝেও এদিন সকলেই হাসিমুখে শেষ করেছেন শ্যুটিং। তবে, পরিবারের ‛হ্যাপি এন্ডিং’ না দেখিয়ে গুনগুনের মৃত্যু একেবারেই মেনে নিতে পারছেন না দর্শকরা। আর তাই তারা সব রাগ উগরে দিয়েছেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের উপর। পাশাপাশি সকলেই এই নিয়ে প্রশ্ন তুলেছেন। গুনগুনের মতো একটা ছটফটে, হাসিখুশি মেয়ের মৃত্যু দেখানো কি খুবই দরকার ছিল এমন প্রশ্নও ঘুরছে সকলের মুখে মুখে।

আর এই সব প্রশ্নের উত্তর দিতে এবার মুখ খুলেছেন স্বয়ং লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। যদিও সোশ্যাল মিডিয়ায় তেমন একটা এক্টিভ নন লেখিকা। তবে নিজের কাজ সংক্রান্ত ব্যাপারে আপডেট রাখেন বৈকি। আর তাই সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লেখিকা জানিয়েছেন যে, পেন বা কলম কখনও গণতন্ত্রের উপর নির্ভর করেনা। একজন লেখিকা বা লেখক নিজের ভাবনা চিন্তা দিয়ে চরিত্রকে সাজিয়ে তোলেন, তাকে জীবন দান করেন। তাই পুরো বিষয়টাই লেখক বা লেখিকার মস্তিষ্কপ্রসূত।

প্রসঙ্গত, বরাবরই দর্শকদের পছন্দের তালিকায় ছিল এই ধারাবাহিক। ২০২০ সালের আগস্ট মাসে পর্দায় এসেছিল এই সিরিয়াল। তারপর থেকে একটু একটু করে জায়গা করে নিয়েছে দর্শকদের মনে।
একটা সময় বেঙ্গল টপার ধারাবাহিক ছিল এই ‛খড়কুটো’। যদিও ধীরে ধীরে সে স্থান হারিয়েছে। আর তাইতো দুপুরের স্লটে চলে এসেছে এই ধারাবাহিক। তবুও অনেক মানুষের পছন্দের তালিকায় রয়েছে এই সিরিয়াল। কিন্তু অবশেষে সময়ের নিয়মে থেমে যেতে চলেছে এই ধারাবাহিক।