×
EntertainmentTrending

রাধিকাকে ছেড়ে অন্য নায়িকার সাথে লুকিয়ে প্রেম করছে কর্ন! জল্পনা তুঙ্গে টলিপাড়ায়

স্টার জলসার একটি জনপ্রিয় সিরিয়াল ‘কি করে বলবো তোমায়’। প্রতিটি পরিবারেই রাতে খাওয়ার সময় এই সিরিয়াল দেখতে বসে যায় মা কাকিমারা। রাত সাড়ে নটার সময় এই সিরিয়ালটি হয়। সিরিয়ালটিতে কর্ণ আর রাধিকার দুষ্টু মিষ্টি প্রেমের গল্প দেখা যায়। সিরিয়ালটিতে দুজনে দুজনকে ভালোবাসে কিন্তু তাদের মধ্যে ঝগড়া কমে না।

সম্প্রতি সিরিয়ালটিতে জয়কে তারা দুজনে মিলে উচিৎ শিক্ষা দিয়েছে। জয়ের বিদায়ের পাশাপাশি পিসি ঠাম্মা চরিত্রের এন্ট্রি হয়েছে। সিরিয়ালটিতে আসতে চলেছে এখন নতুন মোড়। পিসি ঠাম্মা রাধিকাকে কিরকম ভাবে অত্যাচার করে সেটা এখন সকলে দেখতে চাই।

ADVERTISEMENT

স্টার জলসার সমস্ত সিরিয়ালের টিআরপি দিন দিন বেড়ে চলেছে। মাত্র কয়েক পয়েন্ট এর পার্থক্য রয়েছে সমস্ত সিরিয়াল এর মধ্যে। কি করে বলবো তোমায় সিরিয়াল টি দশম স্থানে রয়েছে। তবে কর্ণ আর রাধিকার অভিনয় সকলে পছন্দ করছে এবং এর পয়েন্ট দিন দিন বেড়ে চলেছে। দশম স্থান থেকে এবার সপ্তম স্থানে পৌঁছে গেছে এই সিরিয়াল। কর্ণ এবং রাধিকা কবে প্রেমে মজবেন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সবাই।

তবে জানা গেছে যে কর্ণ ওরফে কুশল আহুজা অভিনেত্রী অদ্রিজা রায় এর প্রেমে পড়েছেন। অদ্রিজা রায় হলেন সন্ন্যাসী রাজার স্ত্রী মেজ গিন্নি। অদ্রিজা বেদের মেয়ে জোসনা ছাড়াও সন্ন্যাসী রাজা ও মঙ্গলচন্ডী নামক ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়াও হইচইয়ের ওয়েব সিরিজ বন্য প্রেমের গল্প 2 তেও তাকে দেখা গেছে। এমনকি পরিণীতা সিনেমাটিতে শুভশ্রীর বান্ধবী হিসেবেও তিনি অভিনয় করেছেন।

দীপাবলিতে কালো কুর্তা এবং কালো গোল্ডেন শাড়ির কম্বিনেশন করে তারা সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা ছড়িয়ে দিয়েছেন। অদ্রিজা তার সোশ্যাল মিডিয়া একাউন্টে তাদের দুজনের ছবি পোস্ট করেন। তবে তিনি প্রেমের কথা স্বীকার করেননি। তিনি বলেন যে তারা ভালো বন্ধু। ক্রশল তার মহিলা ফ্যানদের মন ভেঙে দিয়েছেন।

ADVERTISEMENT

Related Articles