Advertisement
EntertainmentVideoViral Video

সবেতেই সেরা! ‘Didi No 1’-এ একের পর এক ফুচকা খেয়ে চমকে দিলেন ‘লক্ষ্মী কাকিমা’ অপরাজিতা আঢ্য, ভাইরাল ভিডিও

Advertisement
Advertisements

Laxmi Kakima in Didi No 1 জি বাংলার জনপ্রিয় একটি সিরিয়াল হলো ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘ বেশ কয়েক বছর পর ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। যারা এই সিরিয়ালের নিয়মিত দর্শক তারা জানেন লক্ষ্মী কাকিমা কিভাবে মুদিখানার দোকান করে সংসার চালান। সম্প্রতি এই সিরিয়ালে দেখা গিয়েছিল লক্ষ্মী কাকিমার সংসারে প্রেসার কুকার না থাকার কারণে রান্না করতে অনেক সময় লেগে যায়।

তখনই লক্ষ্মী কাকিমা ঠিক করেন যে তিনি ‘দিদি নং ১’-এ গিয়ে প্রেসার কুকার জিতে আনবেন। এরপরই ফিকশন ও নন-ফিকশন শো মিলেমিশে একাকার। লক্ষ্মী কাকিমা হয়ে ‘দিদি নং ১’ খেলতে আসেন লক্ষ্মী কাকিমা। সেই বিশেষ এপিসোডের একটি অংশ সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে লক্ষ্মী কাকিমা সহ প্রতিটি প্রতিযোগীকে ‘ফুচকা খাওয়া’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা গিয়েছে।

Advertisements

Advertisements

মুহুর্তের মধ্যে মোট ৬টা ফুচকা খেয়ে এই রাউন্ডে প্রথম স্থান অধিকার করেন লক্ষ্মী কাকিমা। যদিও যৌথভাবে তাদের প্রতিবেশীও ৬টা ফুচকা খেয়ে ২০ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছে। তবে, দর্শকরা অপরাজিতা আঢ্য-কে প্রশংসায় ভরিয়েছেন। ‘দিদি নং ১’ এসেও তিনি যেভাবে লক্ষ্মী কাকিমা-র চরিত্র ফুটিয়ে তুলেছেন তা দেখে মুগ্ধ ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ ধারাবাহিকের অনুরাগীরা।