×
Entertainment

বাবা হবার আগেই মারা গেছেন অভিনেতা চিরঞ্জীবী, একমাত্র সন্তানের ছবি দিলেন স্ত্রী মেঘনা

সন্তানের মুখ দেখার আগেই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছিলেন। এই দক্ষিণী অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পরেছিল সারা বিনোদন জগৎ সহ বিনোদন প্রেমীরা। দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবির মৃত্যুর পর জানা যায় যে তাঁর স্ত্রী মেঘনা রাজ সন্তানসম্ভবা। তাঁর স্ত্রীর মনবল খুবই শক্ত। স্বামীর স্মৃতি আগলেই আগামীর সূর্য দেখার লক্ষ্যে এগোতে থাকেন অভিনেত্রী মেঘনা।

চিরঞ্জীবির স্মৃতিকে আগলে রেখে পরিবার ও বন্ধুদের সঙ্গে সাধের অনুষ্ঠানও পালন করেন চিরঞ্জীবির বিধবা স্ত্রী। চিরঞ্জীবি সারজার মূর্তিকে পাশে নিয়েই সম্পন্ন হয় প্রয়াত অভিনেতার স্ত্রী মেঘনা রাজের সাধের অনুষ্ঠান। যেখানে মেঘনা রাজ লেখেন, সারা জীবন এভাবেই তাঁর প্রিয় চিরুর সঙ্গে একাত্ম হয়ে থাকবেন তিনি এবং তাঁর সন্তান। এই পোস্ট এনে দিয়েছিল সবার চোখের কোনে জল। এই ঘটনা উঠে এসেছিল শিরোনামে।

ADVERTISEMENT

অভিনেতার মৃত্যুর দুঃখকে সঙ্গে নিয়েই এরপর মা হন অভিনেত্রী।চিরঞ্জীবিই যেন ফিরে এসেছে। তাঁদের একটি ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। খুদেকে নিয়ে ছবি দিলেন মেঘনা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। তা দেখে আবারও চোখে জল ভক্তদের।

মা হওয়ার পর মেঘনা রাজ ছেলের পুরো ছবি প্রকাশ্যে না আনলেও, সামনে এল মায়ের সঙ্গে ছেলের আদর মাখানো ছবি। যেখানে ছোট্ট শিশুর হাত ধরে থাকতে দেখা যায় মেঘনাকে। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছেলের সঙ্গে ছবি শেয়ার করতেই মেঘনা এবং চিরঞ্জীবির অনুরাগীরা খুশি হয়ে যান। অভিনতার মৃত্যুর পর তাঁর স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে দেন চিরঞ্জীবির অনুরাগীরা।

ADVERTISEMENT

Related Articles