অমিতাভ থেকে শাহরুখ, মেয়ে হলে কেমন দেখতে লাগতেন বলি তারকারা? ক্লিক করে দেখুন ছবি

সেলিব্রেটিদের নিয়ে মানুষজনের কৌতূহলের শেষ নেই। তারা কখন কি খাচ্ছেন কেমনই বা লুক রাখছেন সবদিকেই নেটিজেনদের থাকে কড়া নজর। আর তাই তাদের অন্য কোনো লুক দেখলে অবাক হয়ে যান ভক্তরা। তবে, আজকাল যুগ অনেক বেশি উন্নত। বিভিন্ন মাধ্যমে কখন যে তাল তিল হয়ে যাবে তা আপনি ধরতেও পারবেন না। বর্তমান সমাজে দাড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিশ্বকে দখল করে রেখেছে।
এই বিষয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। এখন প্রায় জায়গাতেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করা হয়। আর তাদের এই কাজকে সহজ করতে AI টুল ব্যবহার করা হয়। আর তারই মধ্যে কেউ কেউ মিডজার্নির মতো অ্যাপ ব্যবহার করে এমন কিছু ছবি তৈরি করেছেন যা দেখলে ভিরমি খেতে হবে আপনাকেও। আচ্ছা শাহরুখ খান (Shah Rukh Khan) বলুন বা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), সালমান খান (Salman Khan), আমির খান (Amir Khan), বরুণ ধাওয়ান (Varun Dhawan) এদেরকে আমরা এদের মতো করেই দেখতে পছন্দ করি কিনা।
কিন্তু হঠাৎ ধরুন যদি এরা ছেলে থেকে মেয়ে হয়ে যায় তাহলে তাদের দেখতে কেমন হবে তা অনুমান করতে পারেন কি? সম্প্রতি তেমনই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) হয়েছে। যেখানে বলিউডের (Bollywood) কিছু প্রথম সারির নায়কদের ‛নারী অবতার’-এর ছবি ফুটে উঠেছে। যা দেখে নেটিজেনদের কেউ তো অবাক। আবার কেউ কেউ রীতিমতো হেসে লুটোপুটি খাচ্ছেন। আবার কারোর লুক দেখে তো তাকে চেনা দায় হয়ে পড়েছে।
View this post on Instagram
সাহিদ (Sahid) নামের একজন শিল্পী ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে ছবিগুলি শেয়ার করেছেন। যেখানে শাহরুখ খানকে (Shahrukh Khan) শাহজাদি খান হিসেবে দেখা যাচ্ছে। সালমান খানকে (Salman Khan) চিত্রাঙ্গদা সিং। বরুণ ধাওয়ানকে (Varun Dhawan) সোনম বাজওয়ারার সঙ্গে তুলনা করা হয়েছে। আর এইসব ছবি ভাইরাল হতেই নেটিজেনরা একেরপর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) এই ছবি।