দীপার মন বিষানোর চেষ্টা মিশকার, গলা টিপে ধরলো লাবন্য, টানটান উত্তেজনা ‘অনুরাগের ছোঁয়া’য়

ফের মিশকাকে উচিত শিক্ষা দিল লাবন্য! ‛অনুরাগের ছোঁয়া’-র (Anurager Chhowa) পর্ব দেখে খুশি ভক্তরা। বর্তমানে সকলেই উর্মির ছেলে হওয়ার আনন্দে মশগুল। আর সেখানেই উর্মির মা দীপাকে অপমান করে। যেহেতু দীপার (Dipa) কোনো ক্ষমতা নেই উর্মির (Urmi) ছেলেকে দামি উপহার দেওয়ার। কিন্তু এবার দীপাও চুপ থাকেনা। সেও কড়া করে বলে ওর মাসির ক্ষমতা না থাকলেও জেঠির ক্ষমতা আছে। দীপার মুখে এই কথা শুনে তো অবাক হয়ে যায় সকলেই।
এরপর সবাই যে যার মতো চলে যায়। আর তারপর উর্মিদের (Urmi) বাড়িতে আসে মিশকা। উর্মির বাড়ির সকলের জন্য এমনকি বাচ্চার জন্য উপহার নিয়ে আসে। কিন্তু উর্মি মিশকার (Mishka) উপহার ফিরিয়ে দেয়। এমনকি তার বাচ্চাকেও মিশকাকে ছুঁতে দেয় না। এমনকি জয় ও উর্মি দুজনেই জানায় যে, সেনগুপ্ত বাড়িতে দীপা ফিরবেই। তারা সবাই তাদের বউদিদির পাশে আছে। আর তারপরই মিশকাকে বাড়ি থেকে চলে যেতে বলে।
উর্মির (Urmi) মুখে এসব শুনে তো অবাক মিশকা। সে চলে যেতে যেতে মনে মনে বলে যা করার সে এবার নিজেই করবে। ওদিকে ছোট্ট রূপাও (Rupa) একে একে সব সত্যি জানতে পারে। উর্মির বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার পর দীপার কাছে যায় মিশকা। আর সেখানে গিয়ে দীপাকে সেনগুপ্ত পরিবারের হয়ে ভুল বোঝাতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই দীপার বাড়িতে আসে লাবন্য সেন।
দীপাকে (Dipa) বলা মিশকার (Mishka) সেই কথাও শুনতে পায় লাবন্য। আর তারপরই দেখায় তার সেই আগের রূপ। একেরপর এক চড় কষায় মিশকার গালে। এমনকি মিশকার গলা পর্যন্ত টিপে ধরে। তখন দীপা কোনোমতে লাবন্য সেনকে সামলায়। মিশকা যতই নিজের হয়ে সালিশি করার চেষ্টা করুক না কেন লাবন্য সেটা ধরে ফেলে। এবার দেখার পালা আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে।