×
EntertainmentVideoViral Video

ফাঁস সমস্ত ষড়যন্ত্র! অয়নাকে সপাটে থাপ্পড় দিল কুণালের মা, জমে উঠেছে ‘গাঁটছড়া’

অবশেষে ফাঁস হল অয়নার (Ayna) ষড়যন্ত্র। দীর্ঘদিন ধরে চলে আসা সিংহ রায়দের সঙ্গে ষড়যন্ত্রের প্রমান দিল খড়ি (Khori) ও ঋদ্ধি (Riddhi)। রেজিস্ট্রির কাগজে সই করার ফাঁকে সিংহ রায়দের সমস্ত সম্পত্তি হাসিলের কাগজ ছিল। কেউ সেটি না পড়েই সই করলেও ঋদ্ধি সেটা করেনি। আর তার কারণ সে আগে থেকেই গোটা বিষয়টি জানতো। সবটা প্রকাশ্যে আসার পর অয়না পুরোটাই অস্বীকার করে যায়।

তার দাবি সে এসবের কিছুই জানতো না। সম্পত্তির উপর তার কোন লোভ নেই। সে ভালোবেসে কুণালকে (Kunal) বিয়ে করতে চায়। এমনকি পুরো দোষটাই খড়ি ও ঋদ্ধির ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এমনকি সুযোগ বুঝে যাতে প্রমান না থাকে তাই সিংহ রায়দের সম্পত্তি হস্তান্তরের কাগজও ছিঁড়ে ফেলে। তবে এখানেই কিন্তু শেষ নয় অয়নার চালাকি। কেঁদে কেটে সবার মন গোলানোর চেষ্টা করতে থাকে। যদিও তাকে বিশ্বাস করতে পারছে না কেউই।

আর এরই মাঝে সে কুণালের হাত থেকে জোর করে সিঁদুর পরে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সেই মুহূর্তেই এসে বাঁধা দেয় মধুজা (Madhuja)। এমনকি তার সঙ্গে হওয়া গোটা ঘটনাটি খুলে বলে সবাইকে ও অয়নাকে সপাটে চড় মারে। অয়না যে কত বড় ষড়যন্ত্র করছে এই পরিবারের বিরুদ্ধে সেসব জানায়। পাশাপাশি সুনাম করে বনির। নিজের জীবন তোয়াক্কা করে বনি যে তার প্রাণ বাঁচিয়েছে সে কথাও সে জানায়। ওদিকে এসব কিছু শোনার মাথায় মাথায় যেন বাজ পড়ে অয়নার।

সে বুঝতে পারে তার সব চালাকি ধরা পড়ে গেছে। যদিও তাতেও হার মানে না অয়না। সে যে ষড়যন্ত্র করছে তার প্রমান চায়। এমনকি কেউ জানলো না মধুজা কোথায় আছে তাহলে বনি (Bonny) কি করে জানলো সেই প্রশ্ন তুলে ধরে। নিজের পিঠ বাঁচাতে বনিকে ফাঁসাতে চেষ্টা করে। কিন্তু যেখানে খড়ি-ঋদ্ধি আছে সেখানে তো শত্রুর চালাকি ফাঁস হবেই। আর তারপরই ঋদ্ধি একটি ভিডিও ক্লিপ চালায়। যেখানে দেখা যাচ্ছে মধুজা যা বলছে সবটাই সত্যি।

কিভাবে অয়না গয়নার বাক্স চুরি করেছে এমনকি মধুজা সেটা ধরে ফেলায় তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করেছে সবই উঠে এসেছে ওই ভিডিওতে। তাহলে এবার কি করবে অয়না? ওদিকে আগামী পর্বে দেখা যাচ্ছে সবকিছু প্রমান দেওয়ার পর অয়না ভেঙে পড়েছে। সকলের জেরার মুখে পড়ে সে নাম নেয় রাহুল-কিয়ারার। তারাই নাকি এসবে মদত জুগিয়েছে। ওদিকে ফেঁসে গিয়ে কিয়ারাও বলে দেয় ব্রো অর্থাৎ রাহুলের কথা শুনেই নাকি সে এসব করেছে।

এবার দেখার পালা রাহুল ও কিয়ারার (Rahul-Kiyara) ষড়যন্ত্রের কতখানি পর্দা ফাঁস হয়। এমনকি অবশেষে মিল হয় নাকি বনি-কুণালের (Bonny-Kunal)।