মঞ্চের উপর জমিয়ে ডুয়েট গান সায়নী ও কুণালের, ভাইরাল ভিডিও

মাচা অনুষ্ঠানে অভিনেত্রী দিতিপ্রিয়া কিংবা ইন্দ্রানী হালদার গান গেয়ে হয়ে উঠেছিলেন সমালোচনার মুখ। বিভিন্ন সময় অভিনয়ের মানুষের গান করলে সমালোচনার ঝড় উঠেছে বৈকি। তবে যখন খোদ রাজনৈতিক ব্যক্তিত্ব মঞ্চে উঠে গান গাইলেন তখন তা কেমন হলো জানেন? কাঁথির মাজনা-তাজপুরের বিশাল নজরুল মেলার উদ্বোধনী মঞ্চে হাজির হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও যুব তৃনমূলের সভানেত্রী সায়নী ঘোষ।
বক্তব্য শেষে দুজনেই ডুয়েট গানে মজেছেন। দুজনের কাছেই মঞ্চে বক্তব্য রাখার সময় উপস্থিত জনতা গান গাওয়ার অনুরোধ জানায়। ব্যস, কয়েক হাজার জনতার সামনে ডুয়েট গাইতে শুরু করে দেন তাঁরা। প্রথমে সায়নী ঘোষ একটি গান গেয়ে শোনান। এরপর কুণাল ঘোষও বক্তব্য শেষ করার পর গান ধরেন। তার দ্বিতীয় গানের সময়ই সায়নী মাইক হাতে তার সাথে গলা মেলাতে শুরু করে দেয়।
জনপ্রিয় ‘হ্যায় আপনা দিল তো আওয়ারা’ গানটি জমিয়ে গাইলেন সায়নী ও কুনাল। সেইসময় স্টেজের উপরের দর্শকাশনে উপস্থিত ছিলেন মন্ত্রী অখিল গিরি, জ্যোতির্ময় কর, সুপ্রকাশ গিরি, তরুণ জানা, সুকুমার দে-সহ একাধিক ব্যক্তিত্ব তাঁরা অবশ্য হাত তালি দিয়ে উৎসাহিত করেছে তা বলার অপেক্ষা রাখে না। তবে জানেন নেটিজেনরা কটূক্তি মূলক কমেন্ট করেছেন এই নতুন লতা ও হেমন্ত জুটির উদ্দেশ্যে।
কেউ লিখেছেন -‘দিদি জানেন যে আপনারা এত ভালো গান গান?’ দ্বিতীয়জন লিখেছেন -‘শুধু মেলা আর খেলা, চাকরি নেই’। প্রতিবারের মতোই এবারও এই দুই রাজনৈতিক ব্যক্তিত্ব জনরোষের সামনে পড়েছে। কুনাল ঘোষ কিছুদিন আগেই দেবের প্রজাপতি ছবির প্রসঙ্গে বলে বসেছিলেন, ‘মিঠুন চক্রবর্তী ছবিটা ডুবিয়েছে।’ তবে দেব যদিও এই প্রশ্নের ঘুরিয়ে সটাং উত্তর দিয়েছিলেন। সায়নী ঘোষ যদিও নিজেকে এই প্রশ্নের উত্তর থেকে বিতর্ক জড়ানোর থেকে বিরত রেখেছিলেন। এবার এই গান শুনে মিঠুন চক্রবর্তী বা দেব তাদের কি কোনো উত্তর দেবে তার অপেক্ষায় কিন্তু আছেন সাধারণ মানুষ।