জি বাংলার ফেবারিট অ্যাকট্রেসের তকমা জিতলেন ‘কৃষ্ণকলি’র শ্যামা, শুভেচ্ছাবার্তা নেটিজেনদের

বাংলা টেলিভিশন জগতে অতি জনপ্রিয় একটি মুখ শ্যামা ওরফে তিয়াসা। সন্ধ্যে ৭ টা বাজলেই জি বাংলার পর্দায় কৃষ্ণকলি সিরিয়ালে তাকে দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। তার রূপে-গুনে ও নম্র স্বভাবে মুগ্ধ সবাই। পর্দায় যেমন সে মিস্টি স্বভাবের তেমন বাস্তবেও সে ঠিক ততটাই মিষ্টি।
কৃষ্ণকলি সিরিয়ালে শ্যামা চরিত্রে তার অভিনয় ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। সিরিয়ালে শ্যামার গলায় গান শুনতে কে না ভালোবাসে। তাঁর গলা যেন স্বয়ং ঈশ্বর প্রদত্ত। ২০১৭ সালে অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিয়ে হয় তিয়াসার। আর তারপরই স্বামী ও শ্বশুর বাড়ির লোকেদের উৎসাহে অভিনয় জগতে পা রাখেন তিয়াসা। আর তারপরই তার প্রথম সিরিয়ালই হিট। তার রূপে,গুনে মজেছে সবাই।
তবে, তিয়াসা সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়। বরাবরই সে কিছু না কিছু ফটো বা ভিডিও পোস্ট করে তাক লাগিয়ে দেন দর্শকদের। তাঁর ছবি বা ভিডিও বা যেকোনো আপডেট এর অপেক্ষায় থাকে তাঁর অনুরাগীরা।
সম্প্রতি অভিনেত্রী তাঁর ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, জি বাংলা ফ্যানস গ্রূপ ২০২১ আওয়ার্ডের অল টাইম ফেবারিট অ্যাকট্রেসের তকমা জিতে নিয়েছেন তিয়াসা ওরফে সবার পছন্দের কৃষ্ণকলি। জি বাংলা ফ্যানস গ্রূপ আওয়ার্ড ২০২১ এ অল টাইম ফেবারিট অ্যাকট্রেস হয়েছেন তিয়াসা। আর এর জন্য অভিষেক মুখার্জী ও তাঁর টিমকে ধন্যবাদ জানাতে ভোলেননি পর্দার কৃষ্ণকলি। সম্প্রতি তিয়াসার এই ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।