×
Entertainment

পুরো টিমের সাথে জমিয়ে পিকনিক করলেন ‘কৃষ্ণকলি’র নিখিল-শ্যামা, তুমুল ভাইরাল ছবি

কৃষ্ণকলি ধারাবাহিকের নিখিল ওরফে নীলকে এখন কেইনা চেনে। তাঁর অভিনয় মন ছুঁয়ে গেছে সকল দর্শকদের। স্টার জলসার ‘ঠিক যেন লাভ স্টোরি’ ধারাবাহিক দিয়ে তাঁর টেলিভিশন পর্দায় অভিষেক হয়। এরপর একে একে সাফল্য হাতছানি দেয় তাঁর।

ADVERTISEMENT

আর অন্যদিকে শ্যামা ওরফে তিয়াসা। কৃষ্ণকলি সিরিয়ালে তাকে দেখার জন্য মুখিয়ে থাকে দর্শকরা। তার রূপে-গুনে ও নম্র স্বভাবে মুগ্ধ সবাই। পর্দায় যেমন সে মিস্টি স্বভাবের বাস্তবেও সে ঠিক ততটাই মিষ্টি। ইতিমধ্যেই শ্যামার চরিত্রে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে।

তবে, সবসময়ের কাজের মাঝেও একটু রিফ্রেশমেন্ট দরকার। আর শীতকাল তো পরেই গেছে আর তাই রিফ্রেশমেন্ট বলুন বা পিকনিক দুটোই একসঙ্গে সেরে ফেলছেন কৃষ্ণকলির টিম। নীল, তিয়াসা ছাড়াও পিকনিকে যোগ দিয়েছেন সিরিয়ালের আরও সব কো- আর্টিস্ট রা।

শুটিং এর ফাঁকেই তাঁরা মেতে উঠেছে পিকনিকে। নিখিলের পরনে রয়েছে লাল রঙের টি-শার্ট ও তার উপরে কালো রঙের জ্যাকেট। অন্যদিকে হলুদ রঙের শর্ট ওয়েস্টার্ন এর সঙ্গে ডেনিন জ্যাকেট পরে হাজির হন তিয়াসা। চোখে চশমা ও শর্ট চুলে কৃষ্ণকলিকে বেশ অন্যরকম লাগছিল। তবে, তাঁর এই লুক নজর কেড়েছে সকল নেটিজেনদের।

সম্প্রতি শ্যামা ওরফে তিয়াসা সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেছেন পিকনিকের ছবি। অভিনেতা ও অভিনেত্রীরা সকলেই মেতে উঠেছেন পিকনিকের আনন্দে। তবে, অনেকেই আবার হাজির হতে পারেননি পিকনিকে। কিন্তু যাঁরা ছিলেন তারাই কখনও খেলাধুলো কখনও বা নাচ-গান করতে দেখা যাচ্ছে পিকনিকে। সম্প্রতি কৃষ্ণকলি টিমের এই পিকনিকের ছবিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ADVERTISEMENT

Related Articles