সম্পূর্ণ অন্য রূপে অভিনেত্রী, স্বামীর সাথে আদরমাখা পোস্ট ‘কৃষ্ণকলি’র শ্যামার
বাংলা টেলিভিশন জগতে অতি জনপ্রিয় মুখ শ্যামা ওরফে তিয়াসা। সন্ধ্যে ৭ টা বাজলেই জি বাংলার পর্দায় কৃষ্ণকলি সিরিয়ালে তাকে দেখার জন্য মুখিয়ে থাকে দর্শকরা। তার রূপে-গুনে ও নম্র স্বভাবে মুগ্ধ সবাই। পর্দায় যেমন সে মিস্টি স্বভাবের বাস্তবেও সে ঠিক ততটাই মিষ্টি।
কৃষ্ণকলি সিরিয়ালে শ্যামা চরিত্রে তার অভিনয় ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। সিরিয়ালে শ্যামার গলায় গান শুনতে কে না ভালোবাসে। ২০১৭ সালে অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিয়ে হয় তিয়াসার অর্থাৎ আপনাদের প্রিয় শ্যামার।
আর তারপরই স্বামী ও শশুর বাড়ির লোকেদের উৎসাহে অভিনয় জগতে পা রাখেন তিয়াসা। আর তারপরই তার প্রথম সিরিয়ালই হিট। তার রূপে,গুনে মজেছে সবাই।
তবে, তিয়াসা সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়। বরাবরই সে কিছু না কিছু ফটো বা ভিডিও পোস্ট করতে থাকে সোশ্যাল মিডিয়ায়। আর সম্প্রতি তিনি তাঁর দিদির গায়ে হলুদের ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের।
সম্প্রতি তিয়াসা তাঁর ইনস্ট্রগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে এবং সুবানকে অর্থাৎ তাঁর স্বামীকে নিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। তিয়াসার পরনে রয়েছে একটি লাল বেনারসী। মাথায় গোলাপ ফুল দেওয়া। আর সুবানের পরনে রয়েছে একটি লাল রঙের পাঞ্জাবি।
এই ছবিতে দুজনকেই বেশ রোমান্টিক মুডে দেখা যাচ্ছে। সম্প্রতি তাঁদের এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।