×
Entertainment

সাদাসিধে নয়, বোল্ড লুকে নেটদুনিয়ায় ঝড় তুললেন ‘কৃষ্ণকলি’র শ্যামা, তুমুল ভাইরাল ছবি

সম্প্রতি বাংলা টেলিভিশন জগতে অতি জনপ্রিয় মুখ শ্যামা ওরফে তিয়াসা। সন্ধ্যে ৭ টা বাজলেই জি বাংলার পর্দায় কৃষ্ণকলি সিরিয়ালে তাকে দেখার জন্য মুখিয়ে থাকে দর্শকরা। তার রূপে-গুনে ও নম্র স্বভাবে মুগ্ধ সবাই। পর্দায় যেমন সে মিস্টি স্বভাবের বাস্তবেও সে ঠিক ততটাই মিষ্টি।

কৃষ্ণকলি সিরিয়ালে শ্যামা চরিত্রে তার অভিনয় ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। সিরিয়ালে শ্যামার গলায় গান শুনতে কে না ভালোবাসে। ২০১৭ সালে অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিয়ে হয় তিয়াসার অর্থাৎ আপনাদের প্রিয় শ্যামার।

ADVERTISEMENT

আর বিয়ের পরই স্বামী ও শশুর বাড়ির লোকেদের উৎসাহে অভিনয় জগতে পা রাখেন তিয়াসা। আর তারপরই তার প্রথম সিরিয়ালই হিট। তার রূপে,গুনে মজেছে সবাই।

তবে, তিয়াসা সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয়। বরাবরই সে কিছু না কিছু ফটো বা ভিডিও পোস্ট করতে থাকে সোশ্যাল মিডিয়ায়। আর তেমনই সম্প্রতি তিনি একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

আর সেখানে তাকে হালকা কমলা রঙের একটি ওয়েস্টার্ন লং ড্রেসে দেখা যাচ্ছে। সঙ্গে রয়েছে একটি জিন্সের জ্যাকেট। খোলা চুলে সানগ্লাস পরে সেলফি তুলতে দেখা গেছে তাঁকে। ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন যে, আমি ভালোবাসি এবং উপভোগ করি প্রতিটা সময়। অভিনেত্রীর এই রূপের ছটায় মাত হয়েছেন অনেকেই। আর মুহূর্তেই ভাইরাল হয়েছে এই ছবি।

ADVERTISEMENT

Related Articles