তৃনাকে ছেড়ে ‘অদিতি’র রাগ ভাঙ্গাতে ব্যস্ত নীল! মুহূর্তে ভাইরাল ভিডিও
কৃষ্ণকলি ধারাবাহিকের নিখিল ওরফে নীল এবং খড়কুটো সিরিয়ালের গুনগুন ওরফে তৃনা এদেরকে কেই না চেনে। তাঁরা একসঙ্গে অভিনয় না করলেও তাঁদের নিজের নিজের অভিনয় দক্ষতা দিয়ে জিতে নিয়েছেন সকলের মন।
দুজনে ভিন্ন ভিন্ন সিরিয়ালে ভিন্ন চরিত্রে অভিনয় করলেও তাঁরা যে একে অপরের পরিপুরক তা তাঁদের ইন্সট্রাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায়। কাজের ফাঁকে একে অপরের জন্য সময় খুঁজে বের করেন তাঁরা। তা সে বাড়ির মধ্যেই হোক বা বাইরে।
কিছুদিন আগেই হাওয়ায়ে গানের সঙ্গে তালে তাল মিলিয়ে ইন্সট্রাগ্রামে রিল ভিডিও বানিয়েছেন তাঁরা। ভক্তরা ইতিমধ্যেই প্রসংসায় ভরিয়ে দিয়েছে কমেন্ট সেকশন। তারা যে পরের বছরই বিয়ে সারতে চলেছেন সেকথা মোটামুটি সবাই জানে। সেই নিয়ে তোড়জোড়ও চলছে জোরকদমে।
তবে,সম্প্রতি নীলের মাথায় এবং মনে চেপে বসেছে অদিতি। সবাই ভাবছেন নিশ্চই এই অদিতি আবার কে? তাহলে শুনুন আসল ঘটনাটি। বিষয়টি হল নীলের রিল ভিডিও যেখানে ‘জানে তু ইয়া জানে না’ ছবির কভি কভি অদিতি গানে লিপ মেলাচ্ছেন নীল। আর সেই ভিডিওই তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।মেকআপ করতে করতেই আয়নার দিকে তাকিয়ে বিভিন্ন রকম এক্সপ্রেশন দিয়ে ভিডিওটি করেছেন অভিনেতা। সম্প্রতি তার এই ভিডিওটিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।